রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

ভারতের গুরুত্বপূর্ণ অধ্যায় এটি, আবিস্কার হলো দুটো করোনা ভ্যাক্সিন

ভারতের তৈরি করোনা ভ্যাক্সিন তথা "কোভিশিল্ড" এবং "কোভ্যাক্সিন
চিত্রঃ ভারতের তৈরি করোনা ভ্যাক্সিন তথা "কোভিশিল্ড" এবং "কোভ্যাক্সিন
(গ্রাফিক্সঃ বিপ্রদ্বীপ দাস - 8420549197(phone)

নিজস্ব সংবাদঃ ভারতের তৈরি করোনা ভ্যাক্সিন তথা "কোভিশিল্ড" এবং "কোভ্যাক্সিন"-কে ছাড়পত্র দিল ‘ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া, আজ সকালে "ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া" সাংবাদিক বৈঠক করে জানায়, দুটো ভ্যাক্সিন একদম নিরাপদ, এবং আমরা দু’টি টিকাকে অনুমোদন দিয়ে দিলাম। 

এখন ভারতে করোনা থেকে সুস্থতার হার বর্তমানে সন্তোষজনক, যা আগামী দিনে টিকাকরণের ফলে সুস্থতার হার বেড়েই চলবে, "কোভিশিল্ড" এই টিকা ক্ষেত্রে অক্সফোর্ড তাদের ঘোষণা পত্রে বলেছেন, এই টিকার ৭০ শতাংশ কাজ করেছে, গত সপ্তাহে ভারতের বানানো টিকাকে ব্রিটেন-ও ছাড়পত্র দেয়, এটি মানুষের পেশিতে দেওয়া হবে, ভারতের এই টিকার নাম ব্রিটেন দিয়েছে, "এনকোভ-১৯" , গতকাল অথাৎ শনিবার সারা ভারত জুড়ে টিকার মহড়া চলেছে।

   

করোনাভাইরাসের ২টি টিকা আবিস্কারকরনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসী এবং বিজ্ঞানীদের শুভেচ্ছা জানালেন, তিনি জানালেন দুটো টিকাই পুরোটাই দেশীয় প্রযুক্তিতে প্রস্তুত, কিন্তু ভারত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে নিজস্ব ভারতীয় সংস্থা "সিরাম ইনস্টিটিউট" যৌথ উদ্দেগ্যে তৈরি করেছে ‘কোভিশিল্ড’ টিকা। 


Published on:
03/01/2021 13:19
Published By: BIPRADIP DAS (Editor/Publisher's) 

Share This

0 Comments: