সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

সোলার সিস্টেমের দাঁড়ায় সম্প্রতি চলছে টোটো

সোলার সিস্টেমের দাঁড়ায় সম্প্রতি চলছে টোটো
চিত্রঃ শিলিগুড়ির বাসিন্দা ব্রজগোপাল মনির টোটো 

সজল দাশগুপ্ত, বাংলাদেশঃ শিলিগুড়ি একটিয়া সালের বাসিন্দা ব্রজগোপাল মনি বেশ কিছু বছর টোটো চালাচ্ছেন। সম্প্রতি তিনি একটি টোটো কিনেছেন। এবং 22 হাজার টাকা খরচা করে টোটোর উপরে সোলার সিস্টেম লাগিয়েছেন। সোলার সিস্টেমের দাঁড়ায় ব্যাটারি চার্জ হয় খুব তাড়াতাড়ি এবং একবার ব্যাটারি পুরো চার্জ হলে 100 কিলোমিটার চলে। 

(ছবিতে ক্লিক করে WhatsApp -এর মাধ্যমে যোগাযোগ করুন)

তিনি জানিয়েছেন সোলার সিস্টেম ব্যবহার করার ফলে একদিকে যেমন বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে অপরদিকে বিদ্যুতের বিল ও বেঁচে যাচ্ছে। 

(ছবিতে ক্লিক করে WhatsApp -এর মাধ্যমে যোগাযোগ করুন)

তবে শীতকালে রোদের দেখা কম পাওয়া যায় তাই একটু অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে ব্যাটারি চার্জ হতে সময় লাগছে। তবে গরমের দিনে খুব দ্রুত চার্জ হয় ব্যাটারি তিনি জানিয়েছেন। তার মহান কর্মসূচির জন্য অনেকেই তাকে বাহবা দিচ্ছে।

Published on

04/01/2021 20:07

Published By: BIPRADIP DAS (Editor/Publisher's) 


Share This

0 Comments: