শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

এবার দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়

এবার দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়
চিত্রঃ অসন্তোষ প্রকাশ করলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেস দলের নেতারা নিজেদের দলের কার্যকলাপ সম্পর্কে অসন্তোষ প্রকাশ করছে। সাম্প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন শতাব্দি রায়। বেসুরো শতাব্দি রায় কে সুরে ফেরানোর পর শুক্রবার রাতে দলের বিরুদ্ধে কার্যকলাপ সম্পর্কে অসন্তোষ প্রকাশ করলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। 

তিনবার এর সংসদ প্রসূন বাবু জানিয়েছেন নয় বছর ধরে তিনি হাওড়াতে আছেন। কিন্তু দলের জেলা সভাপতি, মহিলা মোর্চার সভাপতি, যুব সভাপতি কে তিনি চেনেন না। দলে কোন রকম রদবদল হলে তার মতামত নেওয়া তো দূরের কথা একটা এসএমএস এর মাধ্যমে সৌজন্যতা টুকু করা হয় না তার সাথে। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত তিনি। দীর্ঘদিন ধরে দলের হয়ে কাজ করছেন। দলের কাছ থেকে সৌজন্যতা তিনি আশা করেন।

তারপর সাংসদের মান ভাঙাতে মাঠে নামল রাজ্য তৃণমূল কংগ্রেস। ফের শনিবার প্রাক্তন ফুটবলার তথা সাংসদ প্রসূন বাবুকে ফোন করলেন খোদ তৃণমূল-কংগ্রেসের সাংসদ সৌগত রায়। দলের কোথায় তাঁর কি সমস্যা হচ্ছে প্রসূনের কাছে তা জানতে চেয়েছেন। এরপর, দুই সাংসদের ফোনে নিজেদের মধ্যে কথা বলার পর দাবি করেন,সব সমস্যা মিটে গিয়েছে এবার৷ সাংসদ প্রসূন বাবু দাবি করেন, আমার দল ছাড়ার কোনও প্রশ্নই নেই।

Published on:

16/01/2021 21:32

Published By: BIPRADIP DAS (Editor/Publishers) 


Share This

0 Comments: