সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পুরীর জগন্নাথ মন্দির এবার খুলবে

পুরীর জগন্নাথ মন্দির জানুয়ারি থেকে খুলবে
চিত্রঃ পুরীর জগন্নাথ মন্দির জানুয়ারি থেকে খুলবে

সজল দাশগুপ্ত, বাংলাদেশঃ ভয়াবহ করো না পরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ ছিল পুরীর জগন্নাথ মন্দির। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার জন্য তেসরা জানুয়ারি থেকে ভক্তদের দর্শনের জন্য পুরীর জগন্নাথ মন্দির খুলে দেওয়া হলো। 

ছবিতে ক্লিক করে WhatsApp -এর মাধ্যমে যোগাযোগ করুন 

গত ডিসেম্বর মাসের শেষের দিকে পুরীর জগন্নাথ মন্দির খোলা হয়। মন্দিরের ভেতরের যাওয়ার অনুমতি পান শুধুমাত্র মন্দিরের সেবায়েত এবং সেবাহত   পরিবারের লোকজন । এরপর 31 ডিসেম্বর পর্যন্ত মন্দিরে প্রবেশের অনুমতি পান শুধুমাত্র পুরীর বাসিন্দারা। অবশেষে বহু প্রতীক্ষার অবসান হলো বছরের শুরুতেই সমস্ত দর্শনার্থীদের জন্য পুরীর জগন্নাথ মন্দির খুলে দেওয়া হলো। 

(ছবিতে ক্লিক করে WhatsApp -এর মাধ্যমে যোগাযোগ করুন) 

তবে দর্শনার্থীদের নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে প্রবেশ করতে হবে। প্রত্যেক দর্শনার্থীর সচিত্র পরিচয় পত্র ও কোভিদ নেগেটিভ সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়। মন্দির খোলার পর প্রথম দিনই পুরীর জগন্নাথ মন্দিরে 17 হাজার ভক্তের জনসমাগম হয়।
Published on:
04/01/2021 20:21
Published By: BIPRADIP DAS (Editor/Publisher's) 

Share This

0 Comments: