রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

হোয়াটসঅ্যাপ স্টেটাস দিয়ে জানাল | কি আছে এই স্টেটাসে বলা?

হোয়াটসঅ্যাপ স্টেটাস দিয়ে জানাল | কি আছে এই স্টেটাসে বলা?
চিত্রঃ হোয়াটসঅ্যাপ স্টেটাস দিয়ে জানাল

নিজস্ব সংবাদঃ ২০২১ শের জানুয়ারি মাসে নিজেদের পলিসি বদলের কথা তারা জানায়, তারপরই লেগে যায় হোয়াটসঅ্যাপের বিশ্ব জুড়ে বিতর্কিত, বলা হয় যারা আমাদের নতুন পলিসির সঙ্গে একমত হবেন না, আগামী মাস অথাৎ ফেব্রুয়ারি মাস থেকে তাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দেবে হোয়াটসঅ্যাপে।

এরপর বিশ্বের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের চাপে পড়ে তারা নিজেদের বিতর্কিত পলিসি নিয়ে অবশেষে নড়ে চড়ে বসলো, মে মাসের ১৫ তারিখ পর্যন্ত পিছিয়ে দিল পলিসি ভাবা হবে এই নিয়ে পরে, নিজেদের অ্যাকাউন্ট থেকে ‘স্ট্যাটাস’ দিয়ে রবিবার পরিস্কার ভাবে জানিয়ে দিলো, আপনার গোপনীয়তা রক্ষা করতে আমরা দায়বদ্ধ, এমনকি আপনার শেয়ার করা লোকেশন।  

এছাড়াও আপনার contacts book ফেসবুককে শেয়ার করবে না কখনও,হোয়াটসঅ্যাপে ‘এন্ড-টু-এন্ড ইনক্রিপশন সিস্টেম আছে তাই, হোয়াটসঅ্যাপ আপনার শেয়ার করা বা অনন্য উপায়ে থাকা কথাবার্তা পড়তে বা শুনতে পায় না, হোয়াটসঅ্যাপের মতে, এই আমাদের পলিসি আপডেটের যে বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে ব্যবহারকারীদের মধ্যে, তাদেরকে হোয়াটসঅ্যাপ আবার সুস্থ স্বচ্ছ ভাবে বোঝানোর চেষ্টা করবে।  

হোয়াটসঅ্যাপ স্টেটাস দিয়ে জানাল | কি আছে এই স্টেটাসে বলা?
চিত্রঃ কি আছে এই স্টেটাসে বলা? 

Published on:
17/01/2021 14:45
Published By: BIPRADIP DAS (Editor/Publishers) 

Share This

0 Comments: