শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

ইজরায়েল দূতাবাসের সামনে আচমকা বিস্ফোরণ | জঙ্গি হামলা বলে সন্দেহ

ইজরায়েল দূতাবাসের সামনে আচমকা বিস্ফোরণ | জঙ্গি হামলা বলে সন্দেহ
চিত্রঃ নিরাপত্তা বাহিনী এবং দিল্লি পুলিশ দিয়ে ঘেরা ইজরায়েল দূতাবাস 

সজল দাশগুপ্তঃ রাজধানী দিল্লি র আব্দুল কালাম রোডে ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এই বিস্ফোরণের ফলে তিনটি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দিল্লি পুলিশ এই বিস্ফোরণের ঘটনাকে এক জঙ্গি হামলা বলে সন্দেহ করছে বলে সূত্রের খবর। জানা যায়, ইসরায়েলের দূতাবাস থেকে দেড়শো মিটার দূরে একটি আবাসনের সামনের ফুটপাথে পাশে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে রাখা ছিল আমোনিয়াম নাইট্রেট জাতীয় বিস্ফোরক। সুত্রে খবর ১.৭ কিলোমিটার দূরে প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপস্থিত ছিলেন আর এই বিস্ফোরণ ঘটে। 

ঘটনাস্থলে তিনটি দমকলের ইঞ্জিন কে আনা হয়েছে। তবে কোন হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায় নি। গোটা এলাকা তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কে বা কারা এই বিস্ফোরণের সাথে জড়িত তদন্ত শুরু করেছে পুলিশ।

Published on:

29/01/2021 21:39

Published By: BIPRADIP DAS (Editor/Publishers) 


Share This

0 Comments: