বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

জলপাইগুড়িতে বার্ড ফ্লু ছড়াচ্ছে | জলের দামে মুরগি বিক্রি

জলপাইগুড়িতে বার্ড ফ্লু ছড়াচ্ছে | জলের দামে মুরগি বিক্রি
চিত্রঃ জলের দামে মুরগি বিক্রি 

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ জলপাইগুড়িতে বার্ড ফ্লু ছড়াচ্ছে  তাই  শহর জলপাইগুড়ি তে মুরগি অর্ধেক দামে বিক্রি হচ্ছে। জানা গেছে শিলিগুড়ি ও সংলগ্ন রাজগঞ্জ অঞ্চলে যা জলপাইগুড়ি জেলায় পড়ে সেখানে কয়েকশো মুরগি মৃত্যু হয়েছে। আতঙ্ক ছড়িয়েছে তাই জলপাইগুড়িতে অর্ধেক দামে মুরগি বিক্রি হচ্ছে। মুরগির দেহের নমুনা কলকাতায় পাঠানো হয়েছে। প্রাণী বিকাশ পক্ষ থেকে বলা হয়েছে ভয়ের কোন কারণ নেই  ভাইরাসজনিত কারণে হয়তো মুরগি গুলো মৃত্যু হয়েছে। 

তবে খামারের মালিকদের বারে বারে সতর্ক থাকতে বলা হয়েছে প্রাণের বিকাশ দপ্তরের থেকে।এছাড়া প্রাণী বিকাশ দপ্তর থেকে জনস্বার্থে জানানো হয়েছে মুরগির মাংস ও ডিম 70 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপে রান্না করে খেলে ভয়ের কোন কারণ নেই।

Published on:

27/01/2021 20:12

Published By: BIPRADIP DAS (Editor/Publishers) 


Share This

0 Comments: