মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

গুগল নিয়ে আসতে চলেছে, "গুগল কল" অ্যাপ | টেক্কা দেবে "ট্রুকলার" অ্যাপকে


"গুগল কল" অ্যাপ বিজ্ঞাপন
 চিত্রঃ "গুগল কল" অ্যাপ বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদনঃ বাজারে এখন গুগল নিয়ে আসতে চলেছে, "গুগল কল" অ্যাপ যা ঢেলে সাজিয়েছে গুগল, জানা গিয়েছে, এই অ্যাপটি প্রথমে ইউটিউবে বিজ্ঞাপনে দেখা গিয়েছে, সেখানে এর ডাউনলোড করার লিংকও চোখে দেখা গেছে, তারপরই হইচই পড়ে যায় "গুগল কল" অ্যাপ নিয়ে, গুগলের পক্ষ থেকে এখনও ‘গুগল কল’ অ্যাপ নিয়ে এখনও কিছু জানায়নি। প্লে স্টোরেও নেই এই অ্যাপটি। 

নিউজ ভারত বাংলা বিজ্ঞাপন- বিপ্রদ্বীপ দাস



নেটিজনদের মতে, ‘গুগল কল’ যদি সত্যিই কলার আইডি পরিষেবাকে উন্নত করে প্লে স্টোরে নিয়ে আসে তাহলে সুইডিশ সংস্থা "ট্রুকলার" অ্যাপের বাজার নিমেষেই শেষ হয়ে যাবে,Android ইউজারই অধিকাংশ -টাই তাঁর ফোনে রাখতে চাইবেন না অতিরিক্ত অ্যাপ হিসেবে। 

Published on:

05/01/2021 12:42

Published By: BIPRADIP DAS (Editor/Publisher's) 


Share This

0 Comments: