সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

কেরোসিন তেল ও ডিজেলের নামে অবৈধ ব্যবসা চালু শিলিগুড়িতে

কেরোসিন তেল ও ডিজেলের নামে অবৈধ ব্যবসা
চিত্রঃ কেরোসিন তেল ও ডিজেলের নামে অবৈধ ব্যবসা

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ রেশনে এর কেরোসিন তেলের সাথে সামান্য ডিজেল ও এক প্রকার রাসায়নিক মিলিয়ে চলছে ভেজাল জ্বালানির যথেচ্ছ ব্যবহার। খুব কম পরিমাণ অর্থ ব্যয় করে এই অবৈধ ব্যবসা তে মোটা মুনাফা কামিয়ে নিচ্ছে এই অবৈধ ব্যবসার কারবারিরা। 

শিলিগুড়ি  সংলগ্ন খড়িবাড়ি অঞ্চল ও নকশালবাড়ি অঞ্চল, ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি, তে গড়ে উঠেছে এই অবৈধ জ্বালানির কারখানা। এমন কথা শোনা গিয়েছে এই অবৈধ জ্বালানি বিহার ও নেপালে পাচার হচ্ছে। সংশ্লিষ্ট এলাকাগুলির অনেক যানবাহন এই ভেজাল জ্বালানির মাধ্যমে চালানো হচ্ছে। যার ফলে যানবাহন গুলির ইঞ্জিনি এর বারোটা বেজে যাচ্ছে। 

গতকাল রাত্রে খড়িবাড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ি অঞ্চলে এক অভিযান চালায় এবং অভিযান চালিয়ে 550 লিটার অবৈধ জ্বালানি, রাসায়নিকের বস্তা উদ্ধার করে। এবং একজনকে এই কারবারের সাথে যুক্ত থাকার অপরাধে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি কে শিলিগুড়ি মহাকুমা আদালতে তোলা হয় আদালতের নির্দেশে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে শিলিগুড়ি মহকুমা আদালত।

Published on:

18/01/2021 16:58

Published By: BIPRADIP DAS (Editor/Publishers) 


Share This

0 Comments: