রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

২৩ -শে জানুয়ারি শনিবার শিলিগুড়ি শহরে একজন ও করণ আক্রান্ত হননি

২৩ -শে জানুয়ারি শনিবার শিলিগুড়ি শহরে একজন ও করণ আক্রান্ত হননি
চিত্রঃ শিলিগুড়ি শহরে একজন ও করণ আক্রান্ত হননি


সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ প্রায় এক বছর হয়ে গেল করোনা মহামারী থাবা দিয়েছে গোটা বিশ্বে। এক বছর ধরে বিশ্ববাসী আতঙ্কের সাথে প্রতিটা দিন কাটিয়েছে। এখন পরিস্থিতি আস্তে আস্তে কিছুটা স্বাভাবিক হচ্ছে। করোনা ভাইরাসের প্রতিষেধক ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে, শুরু হয়েছে ভ্যাকসিন দেওয়া। শিলিগুড়ি বাসী গত এক বছর ধরে আতঙ্কের সাথে কাটিয়েছে। করণা আক্রান্তের সংখ্যা একসময় শিলিগুড়ি শহরের প্রতিদিনই হচ্ছিল একশোরও বেশি। বাড়ছিল মৃত্যুর সংখ্যা। 

শিলিগুড়ি করণা হাসপাতালগুলিতে করণা আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন এতটা বার ছিল স্বাস্থ্য দপ্তরের কপালে রীতিমতো ভাঁজ পড়ে গিয়েছিল। নির্দিষ্ট বিধিনিষেধ করার পরও কিছুতেই করোনা আক্রান্তের সংখ্যা কম হচ্ছিল না শহর শিলিগুড়িতে। 

    

সুদীর্ঘ দিন পরে 23 শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিনের দিন শিলিগুড়ি বাসীর কাছে যথেষ্ট স্বস্তিদায়ক। কারণ তেইশে জানুয়ারি শনিবার শিলিগুড়ি শহরে একজন ও করণ আক্রান্ত হননি। অবশেষে স্বস্তির মিলেছে স্বাস্থ্য দপ্তরে। শনিবার দিন  শহর শিলিগুড়ি তে করোনা মুক্ত হয়েছেন ছয় জন।

Published on:

24/01/2021 17:51

Published By: BIPRADIP DAS 


Share This

0 Comments: