সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

ভারত দেবে ৯২ টি দেশে ভ্যাকসিন | নেবে ব্রাজিল, জাপান

ভারত দেবে ৯২ টি দেশে ভ্যাকসিন | নেবে ব্রাজিল, জাপান
চিত্রঃ ভারত দেবে ৯২ টি দেশে ভ্যাকসিন 

নিজস্ব সংবাদঃ ভারতের নিজস্ব আবিস্কার করা করোনা প্রতিরোধ করা একটি নয় দুটি ভ্যাকসিন এবার বাণিজ্যিক ভাবে রপ্তানি করবে বিশ্বের ৯২ টি দেশে, ইতিমধ্যে ব্রাজিল এবং মরোক্কোতে ভ্যাকসিন পাঠানো হয়েছে, তবে জানিয়ে রাখা ভালো, চিনের ভ্যাকসিন নিয়েছিল ব্রাজিল কিন্তু তাতে ভালো ফল না পাওয়ার আবার ভারতের কাছে নেবে বলে চুক্তিবদ্ধ হয়ে কিনেছে। 

সূত্রের খবর, ২০ লক্ষ ভ্যাকসিনের ডোজ পাঠানো হয়েছে, এদিকে আবার বাংলাদেশে ২০ লক্ষ ভ্যাকসিন পাঠিয়েছে ভারত, এরপর দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, থাইল্যান্ড, সিসিলি, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মরিশাস, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, জাপানও আরও দেশ সহ ভ্যাকসিন নেবে ভারতের কাছ থেকে কেননা এই ভ্যাকসিনের প্রশংসা করেছে ব্রিটেন নিজেই।

 Published on:

25/01/2021 16:57

Published By: BIPRADIP DAS (Editor/Publishers) 


Share This

0 Comments: