বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

আগামীতে ভারতীয় আবিস্কৃত ভ্যাক্সিন পেতে চলেছে বাংলাদেশ | সব জানতে ক্লিক করুন

আগামীতে ভারতীয় আবিস্কৃত ভ্যাক্সিন পেতে চলেছে বাংলাদেশ | সব জানতে ক্লিক করুন
ভারতীয় ভ্যাক্সিন পেতে চলেছে বাংলাদেশ 

নিজস্ব সংবাদদাতাঃ ভারতে ইতিমধ্যে দুটি ভ্যাকসিন অনুমদন পেয়েছে, গত আগস্ট মাসে ভারত সরকারের তরফ থেকে ঘোষণা হয়েছিল ভারত করোনা ভ্যাকসিন আবিস্কার করলে তা নিজের দেশের পাশাপাশি বাংলাদেশকেও দেওয়া হবে, আর এই ঘোষণা মতে, আগামী দিনে ভারতীয় আবিস্কৃত তিন কোটি ডোজ পেতে চলেছে বাংলাদেশের জনগন, কিন্তু বাংলাদেশে এই ভারতীয় ডোজের দাম কেমন হবে তা নিয়ে ইতিমধ্যে রয়েছে বিভিন্ন মহলের সংশয়, "ভারতীয় সিরাম ইনস্টিটিউট" প্রতি ডোজের দাম বাংলাদেশের কাছে রাখবে ৩৪০ টাকা মাত্র, সূত্রে খবর, ভারতীয় সিরাম ইনস্টিটিউট ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে "ভারতীয় আবিস্কৃত ভ্যাকসিন" সম্পর্কীয় কোনো সংবাদ জানায়নি প্রকাশ্যে।  

তবে আশা করা যায়, খুব শীঘ্রই হাসিনা সরকার বাংলাদেশের জনসাধারণের কথা মাথায় রেখে আগামীতে ভারত সরকারের সাথে কথা বলবে,  কিন্তু জানা যায়, বাংলাদেশ সরকার এই ভারতীয় ভ্যাকসিন নিতে গেলে ভারতের তুলনায় ৪৭% শতাংশ টাকা খরচ করতে হবে, ভারত সরকার "ভারতীয় সিরাম ইনস্টিটিউট" এর কাছ থেকে ভ্যাকসিন কিনেছে ২০০ টাকা করে, এছাড়াও জানা যায়, সিরাম ইনস্টিটিউট "ভারত সরকারের" সাথে ১১ মিলিয়ন ডোজ বিক্রির চুক্তিপত্র করেছে, ভারত সরকার "কোভিশিল্ড" ভ্যাকসিন কিনবে সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে ২০৬ টাকা করে, আর খোলা বাজারে তা ভারতের জনসাধারনের কাছে বিক্রি হবে "কোভিশিল্ড" ভ্যাকসিন ১,০০০ হাজার টাকা করে।  

Published on:

14/01/2021 11:22

Published By: BIPRADIP DAS (Editor/Publishers) 


Share This

0 Comments: