সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১

আলিপুরদুয়ারে এক ব্ল্যাক বেল্ট পাওয়ার স্বপ্ন উড়ানের গল্প পড়ুন, মার্শাল আর্ট একাডেমী খুলেছে সে

আলিপুরদুয়ারে এক ব্ল্যাক বেল্ট পাওয়ার স্বপ্ন উড়ানের গল্প পড়ুন, মার্শাল আর্ট একাডেমী খুলেছে সে
চিত্রঃ ব্ল্যাক বেল্ট পাওয়ার | মার্শাল আর্ট একাডেমী খুলেছে সে

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ জীবনের সব রকম প্রতিকূলতার মধ্যেও কিভাবে সাফল্য পাওয়া যায় তার উৎকৃষ্ট উদাহরণ আলিপুরদুয়ার জেলার বীরপাড়া দলমর চা বাগানের বাসিন্দা অনিল লোহার। খুব অল্প বয়সে নিজের বাবা মাকে হারিয়ে দাদার অভাবী সংসারে মানুষ সে। পড়াশোনার ফাঁকে ফাঁকে সংসার খরচ চালানোর জন্য নদী থেকে বালি পাথর তুলতো সে এছাড়া গুদাম ঘরের কাজ করতে হতো তাকে। এত প্রতিকূলতা থাকার পরেও সে স্বপ্ন দেখতো ব্ল্যাক বেল্ট পাওয়ার। চূড়ান্ত অধ্যাবসায়, কঠিন মানসিকতা,স্থির লক্ষ্য তাকে তার স্বপ্ন পূরণে সাহায্য করে। 

ছেলেবেলা থেকেই তার মার্শাল আর্টের প্রতি চরম ভালোবাসা। সাত বছর বয়স থেকেই মার্শালাট এর প্রতি  তার ভালোবাসা। দাদার অভাবী সংসারে কাজু পেস্তা তো দূরের কথা গুড় বাদাম ও খেতে পারতো না সে। তারপরও কঠোর অনুশীলন চালাতো সে। বাবা-মা স্কুলে যাবার জন্য তাকে গাড়ি ভাড়া দিতে পারত না কিন্তু তা সে স্কুলে যেত 5 কিলোমিটার অতিক্রম করে। বীরপাড়া আর গর্ব সে। বীরপাড়া তে একটি মার্শাল আর্ট একাডেমী খুলেছে সে। 

কার কাছে উঠতি বয়সের মোট 300 জন ছাত্র-ছাত্রী রয়েছে। 2010 সালে ও 2015 সালে মুম্বাই ইন্টার্নেশনাল মার্শাল আর্ট প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য পায় অনিল লোহার। এরপর 2018 সালে ব্ল্যাক বেল্ট অর্জন করে সে। অনিল লোহার জানিয়েছে সে চায় ডুয়ার্সের প্রতিটি ছেলে মেয়ে মার্শাল আর্ট শিখুক। এতে দেহ ও মন দুটোই ভাল থাকবে। এবং বিপরীত পথগামী হবে না ছেলে মেয়েরা।

Published on:

25/01/2021 17:27 

Published Bipradip Das (Editor/Publishers) 


Share This

0 Comments: