বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

শিলিগুড়িতে কৃষকরা একটি ট্রাক্টর রালির আয়োজন করে

শিলিগুড়িতে কৃষকরা একটি ট্রাক্টর  রালির আয়োজন করে
চিত্রঃ কৃষকরা একটি ট্রাক্টর  রালির আয়োজন করে

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ মঙ্গলবার 26 শে জানুয়ারি 72 তম প্রজাতন্ত্র দিবস। মঙ্গলবার দিন নতুন কৃষি আইনের বিরোধিতা তে রাজধানী দিল্লিতে কৃষকরা একটি ট্রাক্টর  রালির আয়োজন করেন। শিলিগুড়ি শহরে সিপিআইএম ও কংগ্রেসের সমর্থিত শ্রমিক সংগঠনগুলো এর সমর্থনে শিলিগুড়ি জংশন থেকে একটি রা লির আয়োজন করেন। 

এই রালি টি শিলিগুড়ি জংশন থেকে বের হয়ে হাওড়া পেট্রোল পাম্প, ভেনাস মোড়, হিলকার্ট রোড সহ শিলিগুড়ি শহরের বড় বড় রাস্তাগুলি প্রদক্ষিণ করে আবার জংশনে ফিরে আসে। এই রালিতে অংশগ্রহণ করেন শিলিগুড়ি সংলগ্ন ফাঁসি দেওয়া, নকশালবাড়ি, মাটিগাড়া এলাকার পুরুষ ও মহিলার শ্রমিকরা। শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে নতুন কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার না করলে তারা আরও বড় আন্দোলনের পথে অগ্রসর হবে।

8420549197 bipradip das

Published on: 

27/01/2021 11:26

Published By: BIPRADIP DAS (Editor/Publishers) 


Share This

0 Comments: