বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

বাংলাদেশে হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র প্রদান

সামাজিক দূরত্ব বজায় রেখে শীতবস্ত্র বিতরণ
চিত্রঃ সামাজিক দূরত্ব বজায় রেখে শীতবস্ত্র বিতরণ

নাজমুল ইসলাম, বাংলাদেশঃ সামাজিক দূরত্ব বজায় রেখে গরিব অসহায় ৮০ টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে হেল্প ফাউন্ডেশন ছাটকড়াই বাড়ি। বৃহস্পতিবার (৮ ই জানুয়ারী) সকাল ১০ টায়  রৌমারী উপজেলার দাঁতভাঙ্গায় ইউনিয়নের ৩নং ওয়াডের ছাটকড়াইবাড়ি ও খেতারচর গ্রামের গরিব আসহায় মানুষের মঝে এই শীতবস্ত্র বিতরণ করেন। 

এই সময় উপস্তিত ছিলেন ৩ নং ওয়াডের ইউপি মেম্বার মীজানুর রহমান (মিজান) ও হেল্প ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ও চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল শাওন। এ ছাড়াও উপস্তিত ছিলেন প্রতিষ্টাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইদুর রহমান সাইদ ও দাঁতভাঙ্গা ইমারত ও সড়ক নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান,  বিশিষ্ট ব্যবাসয়ী মোঃ মফিয়ার রহমান গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

উল্লেখ্য 'এসো মানবতার কল্যাণে, পাশে দাঁড়ায় মানুষের মঙ্গলের'  স্লোগান কে সামনে রেখে কাজ করেন, সংগঠনে আর্থিকভাবে সহযোগিতা করেন ফ্রেন্ড গুরুপ,কংশনগর,বুড়িচং, কুমিল্লা ও অন্যান্য। তারেই পেরিপ্রেক্ষিতে এ বছরে ৮০টি অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে এই সংগঠন। একইভাবে তারা এ ধারাবাহিকতা বজায় রাখতে চাই।

Published on:

07/01/2021 14:33

Published By: BIPRADIP DAS (Editor/Publisher's) 

07/01/2021 14:33


Share This

0 Comments: