বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

চুঁচুড়াতে বিবেকানন্দের জন্মবার্ষিকীতে বিজেপির ব্যবহৃত ব্যানার নিয়ে বিতর্ক

চুঁচুড়াতে বিবেকানন্দের জন্মবার্ষিকীতে বিজেপির ব্যবহৃত ব্যানার নিয়ে বিতর্ক
চিত্রঃ বিজেপির এই ব্যবহৃত ব্যানার নিয়ে বিতর্ক

নিজস্ব সংবাদদাতাঃ গত মঙ্গলবার ১২-ই জানুয়ারি বিবেকানন্দের জন্মবার্ষিকী হিসেবে হুগলি জেলার চুঁচুড়া ঘড়ির মোড়ে করে স্থানীয় বিজেপি জন্মবার্ষিকী উৎসব পালন করে, দেখা যায়, বিজেপি জন্মবার্ষিকীতে যে ব্যানার ব্যবহার করে তাতে বিবেকানন্দের ছবির উপরে বিজেপি দলের ব্যানারে ঝোলানো আবার তাতে বিজেপি নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং দীনদয়াল উপাধ্যায়ের ছবি মাঝে দলীয় প্রতিক এবং বিবেকানন্দের ছবিতে তাঁর মাথার দু’পাশে দু’টো পদ্মফুল। 

এই ব্যানার প্রসঙ্গে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার  বলেন,  বিবেকানন্দের ছবির উপরে আবার বিজেপি নেতাদের ছবি তার নীচে মাথায় দুই পাশে পদ্ম ফুল। ভাবা যায়! এরা বাঙালির কলঙ্ক, বাংলার কলঙ্ক। বিবেকানন্দ কবে বিজেপি করতেন, আমি ঠিক জানি না।’’

কিন্তু তৃণমূল বিধায়কের এমন উক্তি উড়িয়ে দিয়ে বিজেপি নেতা স্বপন পাল বলেন, ‘‘এতে অসুবিধার কিছু নেই। পদ্ম শুধু বিজেপির প্রতীক নয়, জাতীয় ফুল। তাই এতে অস্বাভাবিক কিছু নেই।  আর যাদের ছবি ব্যবহার করা হয়েছে তারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং দীনদয়াল উপাধ্যায়! এরা তো মনীষী! তাই তাঁদের সম্মান জানানো কি অন্যায়? তৃণমূল এত হইচই করছে কেন? ওদের নেত্রীর ছবির নীচেই সব মনীষীদের স্থান হয়।’’

Published on:

14/01/2021 14:42

Published By: BIPRADIP DAS (Editor/Publishers) 


Share This

0 Comments: