শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

ভারতীয় ফুটবল জাতীয় লিগের রজত জয়ন্তী বর্ষ এই বছর

ভারতীয় ফুটবল জাতীয় লিগের রজত জয়ন্তী বর্ষ এই বছর
চিত্রঃ জাতীয় লিগের রজত জয়ন্তী বর্ষ এই বছর

সজল দাশগুপ্তঃ ভারতীয় ফুটবলের জগতে 2021 সাল স্বর্ণালী বছর। কারণ এই বছর ভারতীয় ফুটবলের ইতিহাসে ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। 1996 ,97 সাল থেকে শুরু হওয়া জাতীয় লিগের রজত জয়ন্তী বর্ষ এই বছর। জাতীয় লিগ ভারতীয় ফুটবলের ইতিহাসে এক বৃহৎ অধ্যায়। এই জাতীয় লিগ খেলে বহু ভারতীয় ফুটবলার সুখ্যাতি পেয়েছেন। এই জাতীয় ফুটবল লিগ সর্বাধিক খেলেছে ইস্টবেঙ্গল ক্লাব। 

মোট 24 বার তারা জাতীয় ফুটবল লীগে অংশগ্রহণ করেছে। যা কোন দলের পক্ষে সর্বাধিক অংশগ্রহণ। ভারতীয় ফুটবলপ্রেমীরা জাতীয় লিগে রজত জয়ন্তী বর্ষ কে ঘিরে অত্যন্ত উৎসাহিত। ভারতীয় ফুটবলের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে 2021 জাতীয় ফুটবল লিগের রজতজয়ন্তী এর কথা।

অনেক বেশি ও বিদেশী ফুটবল তারকা দাপিয়ে খেলেছেন জাতীয় লিগ বা আই লিগ। চিমা, ও মালো, বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী দের মতো নামকরা তারকা ফুটবলার রা একসময় দাপিয়ে খেলেছেন ঐতিহ্যশালী জাতীয় লিগ। যতই যুগের নিয়মে নতুন নতুন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হোক না কেন , ঐতিহ্যশালী জাতীয় লিগের জৌলুস কোনদিনও কমবে না।

Published on:

09/01/2021 16:46

Published By: BIPRADIP DAS (Editor/Publisher's) 


Share This

0 Comments: