বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

ভারত বিখ্যাত ফুটবলার প্রশান্ত ডোরা জীবনযুদ্ধে হার

ভারত বিখ্যাত ফুটবলার প্রশান্ত ডোরা জীবনযুদ্ধে হার
চিত্রঃ  ফুটবলার প্রশান্ত ডোরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ মাত্র 44 বছর বয়সে ভারত বিখ্যাত ফুটবলার প্রশান্ত ডোরা কে জীবনযুদ্ধে হার মানতে হলো। মঙ্গলবার দুপুর বেলা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফুটবলার জীবন অত্যন্ত বর্ণময় গৌরবময় ছিল। ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান এই তিনটি প্রধান ক্লাবে খেলেছেন গোলকিপার হিসেবে। 

গোলকিপার হিসেবে তিনি যে কত ম্যাচ জিতিয়েছেন তিন প্রধান হয়ে খেলে তার কোন হিসেব নেই। ভারতীয় জাতীয় দলে ও তিনি খেলেছেন দাপটের সঙ্গে। সাফ কাপ সাফ গেমস, এশিয়ান গেমস, তুই কোয়ালিফাইং ওয়ার্ল্ড কাপ ফুটবল ভারতীয় দলের গোলকিপার হিসেবে দাপটের সঙ্গে খেলেছেন তিনি। গত কিছু মাস যাবত জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। 

কিছুতেই তার জ্বর কম ছিলনা উল্টে প্লেট রেট কম হচ্ছিল, দরকার ছিল রক্তের বিভিন্ন ফ্যান ক্লাব গুলো রক্তের খোঁজে চেষ্টা চালাচ্ছিল। তার দাদা ও ও স্ত্রী সৌমি রক্ত জোগাড় করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল। কিন্তু সব লড়াই থেমে গেল মঙ্গলবার দুপুর বেলা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রশান্ত ডোরা।

Published on:

27/01/2021 20:27

Published By: BIPRADIP DAS (Editor/Publishers) 


Share This

0 Comments: