বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

অমিতাভ বচ্চনের ডায়াল টোন বন্ধের দাবি নিয়ে মামলা হাইকোর্টে

অমিতাভ বচ্চনের ডায়াল টোন বন্ধের দাবি নিয়ে মামলা
চিত্রঃ অমিতাভ বচ্চনের ডায়াল টোন বন্ধের দাবি নিয়ে মামলা 

সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ ভয়াবহ করো না পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে মোবাইল ফোনের ডায়াল টো ন এ অমিতাভ বচ্চনের গলায় সতর্কতা বাণী সম্প্রসারিত করা হচ্ছে। তবে এই সতর্কতাবাণী অনেক দীর্ঘ সময় ধরে চলার ফলে অনেকেই জানিয়েছেন তাদের অসুবিধা হচ্ছে । তাই এই সতর্কতাবাণী টি তুলে নেওয়ার জন্য জনস্বার্থে একটি মামলা রুজু করা হয়েছে দিল্লির হাইকোর্টে। 

ভয়াবহ করো না পরিস্থিতি শুরু হওয়ার পর মোবাইল ফোনের ডায়াল টোন এ বিগ বি অমিতাভ বচ্চনের গলায় করণা থেকে বাঁচবার জন্য সর্তকতা বাণীটি সম্প্রসারিত হচ্ছে দীর্ঘদিন ধরে। অনেকেই জানিয়েছেন দীর্ঘ সময় ধরে চলার জন্য তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই দিল্লির হাইকোর্টে জনস্বার্থে একটি মামলা রুজু করা হয়েছে এই সতর্কতামূলক বার্তা তুলে নেওয়ার জন্য।

অনেকেই জানিয়েছেন দীর্ঘদিন ধরে প্রচারিত হওয়া সতর্কতামূলক বার্তাটি যথেষ্ট একঘেয়েমি ও কাজের ব্যাঘাত ঘটাচ্ছে তাই সতর্কতাঃ বার্তা টি যদি মোবাইল ফোনের ডায়াল টোন থেকে তুলে নেওয়া হয় সে ক্ষেত্রে অসুবিধা গুলি কেটে যাবে ।

Published on:

07/01/2021 18:27

Published By: BIPRADIP DAS (Editor/Publisher's) 


Share This

0 Comments: