রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

রবিবার রোজ ডে মানে গোলাপ দিবস,10 টাকা কুড়ি টাকা তিরিশ টাকা বিক্রি

রবিবার রোজ ডে মানে গোলাপ দিবস,10 টাকা কুড়ি টাকা তিরিশ টাকা বিক্রি
চিত্রঃ গোলাপ দিবস আজ 

সজল দাশগুপ্তঃ রবিবার রোজ ডে মানে গোলাপ দিবস। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ ভ্যালেন্টাইন সপ্তাহ নামে পরিচিত। 14 ফেব্রুয়ারি ভালেন্টাইনস ডে, নিজের সবচেয়ে কাছের মানুষকে ভালোবাসা জানানোর দিন সাথে উপহার দেওয়ার দিন। রবিবার দিন গোলাপ দিবস, গোলাপের বিক্রি সম্পর্কে এক বিক্রেতা জানিয়েছেন অন্যান্য বারের তুলনায় এবার বিক্রি খানিকটা কম। তবে আশা রাখা যাচ্ছে বিক্রি হবে ভালই। 10 টাকা কুড়ি টাকা তিরিশ টাকা দামে বিক্রি হচ্ছে গোলাপ। 

এই গোলাপ ডে সম্পর্কে বেশ কিছু ক্রেতা শিলিগুড়ি শহরের জানিয়েছেন গোলাপের দাম এমন কিছু নয় তাই নিজের প্রিয় মানুষটিকে উপহার দেওয়া যেতেই পারে। শিলিগুড়ি শহরে প্রতিবছরের মতো এ বছর ও বিভিন্ন শপিং মল গুলিতে গোলাপ দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে  স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Published on:

07/02/2021 21:19

Published By: BIPRADIP DAS (Editor/Publishers) 


Share This

0 Comments: