শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

11 মাস পর শুক্রবার দিন থেকে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল খুলবে

11 মাস পর শুক্রবার দিন থেকে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল খুলবে
চিত্রঃ সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল খুলবে শুক্রবারে 

সজল দাশগুপ্তঃ দীর্ঘ 11 মাস পর শুক্রবার দিন থেকে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল  খুলে গেল। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস হবে। পরবর্তী পর্যায়ে পরিস্থিতি দেখে অন্যান্য শ্রেণীর পঠন পাঠন চালু করা হবে এমনটাই জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। শুক্রবার দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার স্কুলগুলিতে সকাল থেকে স্যানিটাই স করার প্রক্রিয়া শুরু হয় । সমস্ত ছাত্র-ছাত্রীদের স্কুলে ঢোকার আগে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হচ্ছে। 

এছাড়া মাস্ক-স্যানিটাইজার এর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ছাত্র-ছাত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে কোনভাবেই যাতে সহপাঠীর জল বা টিফিন না খায়। স্কুলে এক জায়গায় জামায়াত নিষিদ্ধ । অভিভাবকদেরও স্কুলে ঢোকার কোন অনুমতি নেই। এমনকি সহপাঠির যেকোনো জিনিস ছোঁয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি আছে। তবে দীর্ঘদিন পরে স্কুল গুলি খুললেও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি অনেকটাই কম ছিল সব স্কুলে।

Published on: 

12/02/2021 21:12

Published By: BIPRADIP DAS (Editor/Publishers) 


Share This

0 Comments: