বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

রাশিয়ায় করোনা ভাইরাসের টিকা স্পুটনিক' ভি 92% কার্যকরী, প্রকাশ করেছে রাশিয়ার এক সংবাদপত্র

রাশিয়ায় করোনা ভাইরাসের টিকা স্পুটনিক' ভি 92% কার্যকরী, প্রকাশ করেছে রাশিয়ার এক সংবাদপত্র
চিত্রঃ রাশিয়ায় আবিস্কৃত টিকা স্পুটনিক' ভি

সজল দাশগুপ্তঃ রাশিয়ায় তৈরি করোনা ভাইরাসের টিকা স্পুটনিক' ভি করোনা রোগীদের ক্ষেত্রে অনেকটাই কার্যকর এমনটাই প্রকাশ করেছে রাশিয়ার এক সংবাদপত্র। দাবি জানানো হয়েছে স্পুটনিক' ভি প্রায় 92% কার্যকরী করোনা রোগীদের ক্ষেত্রে। তৃতীয় পর্যায় কুড়ি হাজার ডো স দাওয়া হয়েছে এমনটাই বলা হয়েছে। রাশিয়ার বিশেষজ্ঞ মহল জানিয়েছেন স্পুটনিক' ভি এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই তাই করোনাভাইরাস এ ক্ষেত্রে এই টিকা যথেষ্ট কার্যকরী। 

21 দিনের ব্যবধানে স্পুটনিক' ভি এর দুটি ডো স দেওয়ার প্রক্রিয়া আছে। বর্তমানে করণা আক্রান্তের সংখ্যা এর নিরিখে রাশিয়ার অবস্থান চতুর্থ। তবে অনেকে দাবি জানিয়েছেন সরকারি পরিসংখ্যানে কওনা ভাইরাসের আক্রান্ত ও মৃত্যু সংখ্যা যেটি রয়েছে তার থেকে আরো তিন গুণ বেশি রাশিয়াতে করণা আক্রান্তের সংখ্যা রয়েছে এবং মৃত্যুর সংখ্যা তিনগুণ।

Published on:

03/02/2021 17:29

Published By: BIPRADIP DAS (Editor/Publishers) 


Share This

0 Comments: