শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবার থেকে বানারহাট স্টেশনে থামবে

কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবার থেকে বানারহাট স্টেশনে থামবে
চিত্রঃ দীর্ঘদিনের দাবি পুরণ হতে চলেছে বানারহাট বাসীদের

সজল দাশগুপ্তঃ আগামী 15 ফেব্রুয়ারি থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস বানারহাট স্টেশনে থামবে। রেল মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে পরীক্ষামূলকভাবে আগামী ছয় মাসের জন্য কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনটি বানারহাট স্টেশনে থামবে। যাত্রী সংখ্যা বৃদ্ধি পেলে এই মেয়াদ দীর্ঘস্থায়ী করা হবে। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা জানান তিনি দীর্ঘদিন আগে রেল মন্ত্রকের কাছে দাবি করেছিলেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস এর স্টপেজ বানারহাট স্টেশন করা হোক। 

এই দাবি পূরণ হওয়ার জন্য টেনের রেল মন্ত্রকের ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এছাড়া তিনি রেল মন্ত্রকের কাছে আরেকটি বিষয় তুলে ধরেছেন সেটি হল ব্যাঙ্গালোর গামি যেকোনো একটি ট্রেনের স্টপেজ বানা র হাট স্টেশন করা হোক। কারণ প্রচুর মানুষ সংশ্লিষ্ট অঞ্চল থেকে ব্যাঙ্গালোরে যাওয়ার চিকিৎসা করার জন্য। এতদিন শিয়ালদা গামী ট্রেন গুলো ধরতে হলে বানারহাট এর মানুষ দের 45 কিলোমিটার দূরে মাল বাজারে যেতে হতো অথবা 25 কিলোমিটার দূরে দলগাঁও স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হত। এখন থেকে বানারহাট থেকেই সংশ্লিষ্ট অঞ্চলের মানুষেরা শিয়ালদা গামী ট্রেন ধরতে পারবেন।

Published on:

13/02/2021 21:16

Published By: BIPRADIP DAS (Editor/Publishers) 


Share This

0 Comments: