বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

আগামী দু-তিন দিন দার্জিলিং,জলপাইগুড়ি,আলিপুরদুয়ার জেলাতে কুয়াশার দাপট থাকবে

চিত্রঃ রাজ্য জুড়ে চলছে কনকনে ঠান্ডা

সজল দাশগুপ্তঃ রাজ্য জুড়ে চলছে কনকনে ঠান্ডার দাপট। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা তে ভোরবেলা ব্যাপকহারে ঠান্ডা অনুভূত হচ্ছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের ছটা দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী দু-তিন দিন দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় মাঝারি ও হালকা কুয়াশার দাপট থাকবে। উত্তরবঙ্গে এই তিন জেলা বাদ দিয়ে অন্য জেলাগুলিতে কুয়াশার দাপট আগামী দুই থেকে তিন দিন বজায় থাকবে। দৃশ্যমানতা 200 মিটার এর কম নেমে যেতে পারে। আগামী দু-তিন দিন উত্তরবঙ্গে কনকনে ঠাণ্ডা অনুভূতি হবে। তবে তারপরে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে।

Published on:

03/02/2021 21:51 

Published By: BIPRADIP DAS (Editor/Publishers) 


Share This

0 Comments: