মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

সরস্বতী পূজা প্রাক্কালে করোনার ব্যাপক দাপট অনেকটাই কম

সরস্বতী পূজা প্রাক্কালে করোনার ব্যাপক দাপট অনেকটাই কম
চিত্রঃ সাংবাদিক ক্লাবের সরস্বতী পূজা

সজল দাশগুপ্তঃ গত এক বছর ধরে মহামারী করোনার কারণে বিভিন্ন উৎসব অনুষ্ঠান গুলো অনাড়ম্বরভাবে পালন করা হয়েছে। তবে ব্যতিক্রম সরস্বতী পুজো। সরস্বতী দেবী কে অনেকে করোনা নিধনের দেবী বলে আখ্যা দিচ্ছেন। কারণ সরস্বতী পূজা প্রাক্কালে করোনার ব্যাপক দাপট অনেকটাই কম। প্রতিদিন কমছে করণা আক্রান্তের সংখ্যা, করোনাকে হারিয়ে সুস্থ হচ্ছেন প্রচুর মানুষ। 

তাই মা সরস্বতী কে  বাগদেবী বলে সম্বোধন করা হয় এর পাশাপাশি করণাসুর নিধনের দেবী বলে সম্বোধন করছেন অনেকে। প্রতিবছরের মতো এবছরও শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে দেবী সরস্বতীর আরাধনা করা হয়েছে।শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এর ১৩ নম্বর গেট এর সংলগ্ন  এলাকা তে সরস্বতী পূজার আয়োজন করা হয়।

Published on:

16/02/2021 17:18

Published By: BIPRADIP DAS (Editor/Publishers) 


Share This

0 Comments: