মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

মায়ানমারে সেনা অভ্যুত্থান | সেনাবাহিনী নিজেদের হাতে ক্ষমতা রাখবে দেশ

মায়ানমারে সেনা অভ্যুত্থান | সেনাবাহিনী নিজেদের হাতে ক্ষমতা রাখবে দেশ
চিত্রঃ 75 বছরের সুকি কে গ্রেফতার করা হয়

সজল দাশগুপ্তঃ ভারতের প্রতিবেশী দেশ মায়ানমারে সেনা অভ্যুত্থান। গ্রেপ্তার করা হয়েছে সুকি কে। এছাড়া আরও গ্রেফতার করা হয়েছে বিভিন্ন সরকারি অধিকর্তা দের। কিছুদিন ধরেই জল্পনা চলছিল মায়ানমারের সেনাবাহিনী নিজেদের হাতে ক্ষমতা রাখবে দেশের। একটি মিলিটারি অধীনস্থ টিভি চ্যানেলে জানিয়ে দেওয়া হয় আগামী এক বছর সেনাবাহিনীর হাতে ক্ষমতা থাকবে দেশের । এরপরে বিভিন্ন সরকারি আধিকারিকদের গ্রেফতার করা হয়। 

88888888888888888888888

প্রসঙ্গত মোটে জালিয়াতি এর জন্য বেশ কিছুদিন ধরে সেনাবাহিনী ও সরকারের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গতকাল রাতে মায়ানমারে রাজধানীতে অভিযান চালিয়ে নিজেদের হাতে ক্ষমতা নিয়ে নেয় সেনাবাহিনী, এরপর টিভি চ্যানেলে বিবৃতির মাধ্যমে তারা জানিয়ে দেয় আগামী এক বছর তাদের হাতে থাকবে দেশের ক্ষমতা। 75 বছরের সুকি কে গ্রেফতার করা হয়। এই প্রসঙ্গে চিন্তিত আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ। ভারতের বিদেশমন্ত্রক ও এই ব্যাপারে গভীর চিন্তা প্রকাশ করেছেন। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে মায়ানমারে গণতন্ত্র ফিরে আসুক এটাই চায় ভারত সরকার।

Published on:

02/02/2021 13:03

Published By: BIPRADIP DAS (Editor/Publishers) 


Share This

0 Comments: