সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

কান টানলে মাথা আসবে এটা স্বাভাবিক: কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়

কান টানলে মাথা আসবে এটা স্বাভাবিক: কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়
চিত্রঃ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়  

সজল দাশগুপ্তঃ গতকাল সিবিআই দপ্তর থেকে হানা দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে এবং কয়লা কেলেঙ্কারিতে জড়িত থাকার সন্দেহে নোটিশ দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী রুজিরা কে, সূত্রের খবর, সোমবার দিন হানা দেওয়া হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আবার এবং অভিষেকের স্ত্রীকে জেরা করা হবে বলে জানা গিয়েছে। যেহুতু cbi অধিকর্তারা জিজ্ঞাসাবাদ করতে পারেনি গতকাল।  

এই ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ বাবুল সুপ্রিয় বলেন, কান টানলে মাথা আসবে এটা স্বাভাবিক! সিবিআই এখন সঠিক মাথার কাছে পৌঁছে গেছেন আরও মাথা বেড়িয়ে আসবে এরপর, প্রসঙ্গত, এই কয়লা পাচার, বালি পাচার নিয়ে বেশ কয়েকবার সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।  

কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আরও বলেন, তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের কথা তার মনে পড়েছে, এক সময় তিনি চিৎকার করে কারো একজনের কথা বলতেন! কিন্তু ঠিক সেই টাইমেই প্রিজনভ্যানে তার কথা ধামাচাপা দেওয়া হত! এখন দেখা যাক কেঁচো খুঁড়তে গিয়ে আর কি কি বেড়িয়ে আসে? এছাড়াও বলে অভিষেক ২০১৭ সাল থেকে এবং কয়লা কেলেঙ্কারি এবং বালি পাচারের সাথে যুক্ত। 

Published on:
22/02/2021 12:29
Published By: BIPRADIP DAS (Editor/Publisher) 

Share This

0 Comments: