রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

তৃণমূল কংগ্রেস কে সরিয়ে রাজনৈতিক পাশা খেলায় নেমেছে বিজেপি দল

তৃণমূল কংগ্রেস কে সরিয়ে রাজনৈতিক পাশা খেলায় নেমেছে বিজেপি দল
চিত্রঃ একটি শর্ট ক্রিকেট টুর্নামেন্টের আসর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে

সজল দাশগুপ্তঃ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। শাসক দল তৃণমূল কংগ্রেস কে সরিয়ে রাজনৈতিক পাশা খেলায় নেমেছে বিজেপি দল। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের নিজেদের দলে আনার চেষ্টা করে যাচ্ছে ক্রমাগত বিজেপি। অনেক ক্ষেত্রে তারা সফলতা লাভ করেছে। তৃণমূল কংগ্রেসের কিছু বিশিষ্ট নেতা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। বিজেপির রাজনৈতিক অভিসন্ধি কতখানি চরিতার্থ হবে ভবিষ্যৎ বলে দেবে। তবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নিজের ক্ষমতা পুনর্বহাল করার জন্য ইতিবাচক চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। শিলিগুড়ি শহরে গতকাল দার্জিলিং জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 23 নম্বর ওয়ার্ডে একটি শর্ট ক্রিকেট টুর্নামেন্টের আসর বসেছিল। আজ রবিবার 28 শে ফেব্রুয়ারি শিলিগুড়ি 45 নম্বর ওয়ার্ডে একটি নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। যুবসমাজ মানে ক্রিকেট ও ফুটবল। 

ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে যুব সম্প্রদায় এর দৃষ্টি আকর্ষণ করতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। যুব সম্প্রদায় কে উৎসাহিত করতে গতকাল খেলার মাঠে দেখা যায় তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা যুব সভাপতি কুন্তল রায় কে। 2002 সাল বামফ্রন্টের শাসনকালে দাপটের সঙ্গে তৃণমূল কংগ্রেস হাল ধরেছিলেন কুন্তল বাবু। তৎকালীন সময়ে শিলিগুড়িতে বিশিষ্ট বামফ্রন্ট নেতাদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন কুন্তল রায়। রবিবার দিন 45 নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে নকআউট টুর্ণামেন্টে যুব সমাজকে উৎসাহিত করার জন্য মাঠে দেখা যায় বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের নেতা বেদব্রত দত্ত মহাশয় কে। নক আউট টুর্নামেন্টের যোগদানকারী দলগুলোকে আকর্ষণীয় পুরস্কার ও ট্রফির মাধ্যমে সম্মানিত করা হয়।

Published on:

28/02/2021 20:16

Published By: BIPRADIP DAS (Editor/Publisher) 


Share This

0 Comments: