মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

স্বস্তির নিঃশ্বাস পেয়েছে শিলিগুড়ি শহরের ব্যবসায়ী মহল

স্বস্তির নিঃশ্বাস পেয়েছে শিলিগুড়ি শহরের ব্যবসায়ী মহল
চিত্রঃ শিলিগুড়ি শহরের মার্কেট 

সজল দাশগুপ্তঃ ভয়াবহ করো না পরিস্থিতির কারণে প্রায় এক বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান গুলি বন্ধ রয়েছে। সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন রাজু স্কুল গুলো খুলে দেওয়ার কথা। স্বস্তির নিঃশ্বাস পেয়েছে শিলিগুড়ি শহরের ব্যবসায়ী মহল। গত এক বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান গুলি বন্ধ থাকার জন্য শিলিগুড়ি শহরে চকলেট কেক বিস্কুট এর বিক্রি একেবারে তলানিতে জানাচ্ছেন ব্যবসায়ী মহল। কেক বিস্কুট চকলেট এর খুচরো ও পাইকারি দোকান গুলি শিলিগুড়ি শহরে গত এক বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার জন্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কেক বিস্কুট চকলেট এর সেরা পাইকারি মার্কেট শিলিগুড়ি নিবেদিতা মার্কেট। এই মার্কেটে রকমারি কেক বিস্কুট চকলেট এর সম্ভার রয়েছে। শিলিগুড়ি শহর তো বটেই শিলিগুড়ি শহরের সংলগ্ন অঞ্চল গুলো থেকে প্রচুর খুচরা ব্যবসায়ীরা এখান থেকে কেক বিস্কুট চকলেট নিয়ে যান। কিন্তু গত এক বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে একেবারে মন্দাতে যাচ্ছে এই নিবেদিতা মার্কেট। অবশেষে শিক্ষা মন্ত্রী করার ঘোষণা তে স্বস্তির নিঃশ্বাস পড়েছে তাদের।

Published on:

16/02/2021 17:25

Published By: BIPRADIP DAS (Editor/Publishers) 


Share This

0 Comments: