শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

শেখ হাসিনা ২০০২ সালে ঘটনার অভিযুক্ত ৫০ জনের সাজা ঘোষণা করলেন

চিত্রঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সজল দাশগুপ্তঃ ২০০২ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা তৎকালিন বিরোধী দলনেত্রী কনভয় এর ওপর হামলার ঘটনায় বি.এন.পি বিভিন্ন নেতা-সাংসদ অভিযুক্ত থাকার জন্য 50 জনকে সাজা ঘোষণা করা হলো। বৃহস্পতিবার দিন সীতক্ষীরা আদালতের বিচারপতি হুমায়ুন কবির এই সাজা ঘোষণা করেন। বিস্তারিত ভাবে জানা গিয়েছে 2002 সালে 30 আগস্ট শেখ হাসিনা মুক্তিযোদ্ধার এক সৈনিক এর অসুস্থ স্ত্রীকে দেখতে যান হাসপাতালে। 

জানা গিয়েছে মহিলা ধর্ষণের শিকার হয়েছিলেন। ফেরার পথে তার গাড়ি ঘিরে হামলা চালায় অভিযুক্তরা। খালেদা জিয়ার বিএনপি দলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে। দীর্ঘ উনিশ বছর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কনভয় এর উপর হামলা চালানোর অভিযোগে অভিযুক্ত 50 জনের দোষীদের সাজা ঘোষণা হলো। 

জানা এই সাজা ঘোষণা রায়ে যাদের নাম রয়েছে তারা হলেন বি.এন.পির প্রাক্তন সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, আরিফুর রহমান ও রিপন। আদলত এদের ১০ বছরের জেলের সাজা দিয়েছে। সূত্রের খবর, বি.এন.পি -র প্রাক্তন এক যুব নেতা আবদুল কাদের বাচ্চুকে ৯ বছর এবং বাকি অভিযুক্তদের ৪৬ জনকে ২ থেকে ৭ বছর কারাদণ্ড ভোগ দেওয়া হয়েছে।  

Published on:

05/02/2021 11:41

Published By: BIPRADIP DAS (Editor/Publishers) 

MANUAL TAGS:

#শেখহাসিনা #২০০২_সালে_ঘটনার_অভিযুক্ত_৫০_জনের_সাজা 

#বাংলাদেশের_প্রধানমন্ত্রী_শেখ_হাসিনা


Share This

0 Comments: