বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

পেটের গন্ডগোলে হোমিওপ্যাথিতে পালসেটিলা ঔষধটি অব্যর্থ কাজ করে

পেটের গন্ডগোলে হোমিওপ্যাথিতে পালসেটিলা ঔষধটি অব্যর্থ কাজ করে
চিত্রঃ হোমিওপ্যাথিতে পালসেটিলা নামক ঔষধ

সজল দাশগুপ্তঃ মাঘ ,ফাগুন মাস মানে বিয়ে এর ভরা মরসুম। বিয়ে বাড়ি মানে বাঙালির রসনা তৃপ্তির সেরা জায়গা। কব্জি ডুবিয়ে বিরিয়ানি, পোলাও, মাছের কালিয়া ইত্যাদি রকমারি খাবার জিনিস খাওয়া। অনেকেই স্থির করে নেন বিয়ে বাড়িতে গিয়ে নির্দিষ্ট নিয়মমাফিক খাওয়া দাওয়া করবেন। কোথায় নিয়ম খাবারের গন্ধ তে সব নিয়মই হয় বেসামাল। কব্জি ডুবিয়ে বিয়ে বাড়ির খাওয়া খেয়ে বাড়িতে আসার পর পেটের গন্ডগোল এ অনেকেই ভুগতে থাকেন।

বিবেক দংশনে নিজেকে অনেক মানুষ বলেন কেন খেলাম। পেটের গন্ডগোল সত্যি খুব অস্বস্তিকর।তবে বিয়ে বাড়ি খেয়ে পেটের গন্ডগোল হলে হোমিওপ্যাথিতে পালসেটিলা নামক ঔষধটি অব্যর্থ কাজ করে। ডাক্তারের নির্দেশমতো ওষুধের মাত্রা সেবন করলে খুব দ্রুত পেটের গন্ডগোল থেকে মুক্তি পাওয়া যায়। সাথে অবশ্যই ওআরএস এর জল খুবই প্রয়োজনীয়। এছাড়া হালকা খাবার যেমন কাঁচকলার ঝোল, হালকা লেবু চা, এগুলো খুবই উপযোগী।

Published on:

18/02/2021 17:45

Published By: BIPRADIP DAS (Editor/Publishers) 


Share This

0 Comments: