মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

প্রজাতন্ত্র দিবসে দিল্লির লালকেল্লাতে তাণ্ডব চালানোর জন্য মূল অভিযুক্ত গেপ্তার

প্রজাতন্ত্র দিবসে দিল্লির লালকেল্লাতে তাণ্ডব চালানোর জন্য মূল অভিযুক্ত গেপ্তার
চিত্রঃ  লালকেল্লাতে তাণ্ডব চালানোর জন্য মূল অভিযুক্ত গেপ্তার 

সজল দাশগুপ্তঃ প্রজাতন্ত্র দিবসে দিল্লির লালকেল্লা তে তাণ্ডব চালানোর জন্য মূল অভিযুক্ত মন্দীপ সিং, ও মহিন্দর সিং কে গ্রেফতার করল দিল্লি পুলিশ । ঘটনার বিস্তারিত ভাবে জানা গিয়েছে জম্মু থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত 26 শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে কৃষক আন্দোলনের নামে ব্যাপক তাণ্ডব চালানো হয় দিল্লির লালকেল্লা সামনে। এই ঘটনা তে উস্কানি দেওয়ার জন্য সম্প্রতি পাঞ্জাবি গায়ক দ্বীপ সাধু কে কিছুদিন আগে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। 

ঘটনার প্রায় দুই সপ্তাহ পরে পাঞ্জাবি গায়ক কে গ্রেফতার করা হয়। আর এবার গ্রেফতার করা হলো এই ঘটনার দুই মূল অভিযুক্ত কে। 26 শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এ কৃষক আন্দোলনের নামে ট্রাক্টর মিছিল করে কৃষকরা। এই মিছিলে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। দফায় দফায় তাদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাদানে গ্যাস ছোড়ে।



Published on:

23/02/2021 21:27

Published By: BIPRADIP DAS (Editor/Publisher) 


Share This

0 Comments: