চিত্রঃ প্রার্থী ঘোষণা করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট |
সজল দাশগুপ্তঃ অবশেষে প্রার্থী ঘোষণা করল আব্বাস সিদ্দিকী এর ইন্ডিয়ান সেকুলার ফন্ট। তারা আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে জোট করেছে। রবিবার দিন সন্ধ্যেবেলা এক প্রেস বিজ্ঞপ্তি করে আব্বাস সিদ্দিকী জানিয়ে দেয় তাদের দলের 21 জন প্রার্থীর নাম।বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু মধ্যস্থতায় বামফ্রন্ট কংগ্রেস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এর মধ্যে সিট ভাগাভাগি হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী দেবে মোর 92 টি আসনে, ইন্ডিয়ান সেকুলার ফন্ট প্রার্থী দেবে মোট 37 টি আসনে, বাদ বাকী আসনগুলোতে প্রার্থী দেবে বামফ্রন্টের শরিকদলগুলো।
Published on:
15/03/2021 13:40
Published By: BIPRADIP DAS (Editor)
0 Comments: