চিত্রঃ করোনা আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ |
নিজস্ব সংবাদঃ প্রায় আবার লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ আবার পশ্চিমবঙ্গ রাজ্যে। একদিনে আবার আক্রান্তের সংখ্যা ৪২২। এরমধ্যে কলকাতাতেই আক্রান্ত হয়েছেন ১৫৮ জন। মৃত্যু হয়েছে করোনাতে তিন জনের। এবছর এটাই রেকর্ড, রাজ্যের আক্রান্তের সংখ্যা গত বৃহস্পতিবার ছিল ৩২৩ জন। আবার ১ দিন পর শনিবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৩ জন। রবিবার সেটাই ৪০০ পার করে গেছে। বাংলার পরিস্থিতি যাতে মহারাষ্ট্র রাজ্য বা কেরল রাজ্যের মতো না হয় তার দিকে লক্ষ্য রাখছে রাজ্যের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
Published on:
22/03/2021 09:35
Published By: BIPRADIP DAS (Editor)
Categories:
করোনা সংবাদ
0 Comments: