সোমবার, ১৫ মার্চ, ২০২১

৩৪ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস | হুগলির সপ্তগ্রামে কে? - নিউজ ভারত বাংলা

৩৪ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস | হুগলির সপ্তগ্রামে কে? - নিউজ ভারত বাংলা
চিত্রঃ কংগ্রেস প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী 

নিজস্ব সংবাদঃ এক দিকে যখন তৃণমূল ও বিজেপি অভিনেতা-অভিনেত্রীদের উপর ভরসা রাখছেন ঠিক এমনি সময় কংগ্রেস দল ভরসা রাখছে তাদের পুরোনো প্রার্থীদের উপর। কংগ্রেস এদিন মোট দ্বিতীয় দফা অথাৎ ৩৪ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল, সূত্রের খবর, যে সমস্ত প্রার্থীরা ২০১৬ সালে জিতেছিল তাদের আবার কংগ্রেস টিকিট দিয়েছে।  

৩৪ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস | হুগলির সপ্তগ্রামে কে? - নিউজ ভারত বাংলা
চিত্রঃ ৩৪ টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস


এক চোখে দেখা যাক, ৩৪ টি আসনে কে কোথায় দাঁড়িয়েছে কংগ্রেসের পক্ষ থেকে?

হুগলির জেলার - সপ্তগ্রাম বিধানসভা থেকে কংগ্রেস প্রার্থী পবিত্র দেব।  

পুরসুরাতে মনিকা মল্লিক ঘোষ। 

শ্রীরামপুরে আলোক রঞ্জন বন্দ্যোপাধ্যায়। 

ধনেখালিতে অনির্বান সাহা।  

বহরমপুরের থেকে কংগ্রেস প্রার্থী হয়েছেন মনোজ চক্রবর্তী।  

সিতাই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী কেশব চন্দ্র রায়।  

তুফানগঞ্জে থেকে কংগ্রেস প্রার্থী প্রার্থী রবীন রায়।  

আলিপুরদুয়ারে দেবপ্রসাদ রায়।  

মাটিগাড়া নকশালবাড়িতে শঙ্কর মালাকার।  

ফাঁসিদেওয়াতে সুনীল চন্দ্র তিরকি।  

রানীগঞ্জে মোহিত সেনগুপ্ত। 

চঞ্চলে আসিফ মেহবুব।  

হরিশচন্দ্রপুরে আলম মোস্তাক।  

মালতীপুরে অলবেরুনি জুলকারনৈন। 

মানিকচকে মহম্মদ মোত্তাকিন আলম।  

মালদায় ভূপেন্দ্র নাথ হালদার।  

সুজাপুরে ইশা খান। 

ফারাক্কা মইনুল হক। 

সুতিতে হুমায়ুন রেজা। 

লালগোলাতে আবু হেনা। 

রানিনগরে শ্রীমতি ফিরোজা বেগম।  

কান্দিতে সৈফুল আলম খান।  

ভারতপুরে কমলেশ চট্টোপাধ্যায়।  

বেলডাঙায় শেখ সাফিউজ্জামান।  

বহরমপুরে মনোজ চক্রবর্তী।  

ক্যানিং-এ পশ্চিমে প্রতাপ মণ্ডল।  

বজবজে শেখ মুজিবর রহমান। 

হাওড়ায় মধ্যে পলাশ ভাণ্ডারি।  

শ্যামপুরে অমিতাভ চক্রবর্তী। 

আমতায় অসিত মিত্র। 

উদয়নপুরে আলোক কোলে।  

ধনেখালিতে অনির্বান সাহা।  

হাসনে মিলটন রসিদ।

ISF জোট প্রসঙ্গে কংগ্রেস প্রদেশ সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘আজকেও নির্বাচনী জোটের বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কে কত আসন পেলাম, তা এখনই বলব না। তার একটাই কারণ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট-এর জোটের সামনে আসা। যা নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। তাদের জন্য দুই দলের পক্ষ থেকে আমাদের কিছুটা জায়গা ছেড়ে রাখতে হচ্ছে।’ 

Published on:

15/03/2021 06:49

Published By: BIPRADIP DAS (Editor) 


Share This

0 Comments: