মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ কুমার ভার্মা সাধারণ মানুষ সাথে জমিয়ে আড্ডা দিচ্ছেন

জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ কুমার ভার্মা সাধারণ মানুষ সাথে জমিয়ে আড্ডা দিচ্ছেন
চিত্রঃ জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর প্রদীপ কুমার ভার্মা

সজল দাশগুপ্তঃ জলপাইগুড়ি সদর এর তৃণমূল কংগ্রেসের হয়ে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন ডক্টর প্রদীপ কুমার ভার্মা। তিনি নির্বাচনে অভিনব প্রচারে মানুষের কাছাকাছি আসার চেষ্টা করছেন। সকাল সকাল টোটো করে বেরিয়ে পড়েছেন নির্বাচনী প্রচার করতে, সাথে দলীয় কয়েকজন কর্মী। কখনো চায়ের দোকানে ঢুকে চা পান করছেন, কখনো বা মিষ্টি খাচ্ছেন। চায়ের দোকান মিষ্টির দোকান এ সাধারণ মানুষও পথচলতি মানুষদের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছেন। 

এর পিছনে একটাই কারন মানুষের কাছাকাছি আসতে চাইছেন তিনি। মঙ্গলবার সকালে দলীয় কর্মীদের সাথে জলপাইগুড়ি বিভিন্ন সড়ক পথ পরিদর্শন করেন তিনি, পরিদর্শন করার পথে স্থানীয় মানুষ ও পথ চলতি মানুষদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তাদের অসুবিধার কথা শোনেন, বিভিন্ন দাবি-দাওয়া কথা শোনেন। এই অভিনব ভাবে প্রচার এর মাধ্যমে তিনি মানুষের হৃদয় জয় করতে পারবেন এমনটাই দাবি জানানো হচ্ছে শাসক দলের পক্ষ থেকে।

Published on:

16/03/2021 19:42

Published By: BIPRADIP DAS (Editor) 


Share This

0 Comments: