চিত্রঃ দিলীপ ঘোষ ও মুকুল রায় বিজেপি রাজ্য দফতরে |
নিজস্ব সংবাদঃ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি নেতা মুকুল রায়কে বিধানসভা ভোটে লড়াই করার জন্য প্রার্থী করা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ২০১৬ সালে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ খড়গপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হন তারপর তিনি বিধায়ক(MLA) পদ ছেড়ে ২০১৯-এ লোকসভা ভোটে দাঁড়ান এবং জীটে সাংসদ(M.P)। বর্তমানে তৃণমূল ত্যাগী বিজেপি নেতা মুকুল রায় ২০০১ সালে বিধানসভা ভোটে উত্তর ২৪ পরগনার জগদ্দল আসনে ফরওয়ার্ড ব্লকের বিপক্ষে দাঁড়িয়ে ছিলেন কিন্তু তিনি ফরওয়ার্ড ব্লকের কাছে পরাজিত হয়েছিলেন। তারপর মুকুল বাবু তৃণমূলের ব্যাকরুম স্ট্র্যাটেজিস্ট হিসাবেই দায়িত্ব পালন করেছেন, পরে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদ করেছিলেন।
এখন কথা হচ্ছে, বিজেপির দুই হেভিওয়েট নেতা কোন আসন থেকে দাঁড়াবেন? এদিকে খড়গপুর আসনে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সাংসদ দিলীপ ঘোষ যদি প্রার্থী হন! তাহলে কোন আসন থেকে ভোটে দাঁড়াবেন? কিন্তু এই প্রশ্নের উত্তর এখনও বিজেপি তরফ থেকে পাওয়া যায়নি। নিজদের দলের প্রার্থী পছন্দ না হওয়ায় বিজেপির অন্দরে এখন বিক্ষোভের ঝড় তুঙ্গে যারা পুরনো বিজেপি নেতা-কর্মী তারা টিকিট পাচ্ছে না অথচ যারা কোনোদিন রাজনীতির ময়দানে নামেনি তারা হঠাৎ এসে টিকিট পেয়ে গেলেন। রাজ্য সভাপতি এই বিক্ষোভের প্রসঙ্গে জানিয়েছেন, সংসার বড় হয়েছে সবাই প্রার্থী হতে চাইছে কিন্তু সবাইকে প্রার্থী করা তো সম্ভব নয়।
এর মধ্যে বিজেপি রাজ্য বিভিন্ন নেতাদের দিল্লিতে তলব করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেখানে এই বিষয় সহ অনন্য বিষয় নিয়ে কথা হবে। ইতিমধ্যে রাহুল সিনহা দিল্লিতে পৌঁছে গেছেন, তিনি এই বিক্ষোভ সম্পকে বলেন, আলোচনার মাধ্যমে সব মিটিয়ে নেওয়া হবে।
Published on:
17/03/2021 09:13
Published By: BIPRADIP DAS (Editor)
0 Comments: