বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

মুকুল রায় প্রার্থী হচ্ছেন, দিলীপ ঘোষ ঘুরে প্রচারেই মন দেবেন - নিউজ ভারত বাংলা

মুকুল রায় প্রার্থী হচ্ছেন, দিলীপ ঘোষ ঘুরে প্রচারেই মন দেবেন - নিউজ ভারত বাংলা
চিত্রঃ মুকুল রায় প্রার্থী হচ্ছেন | বিজেপি রাজ্য দফতরে 

নিজস্ব সংবাদঃ মাস দুয়েক আগেও মুকুল রায় বলেছিলেন ভোটে তিনি লড়বেন না তবে বিজেপির শীর্ষ নেতৃত্বের ইচ্ছা থাকলে পরে ভাবা হবে। সূত্রের খবর, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় প্রার্থী হচ্ছেন। এদিকে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ প্রার্থী হবেন না বলে সুত্রের খবর। দিলীপ ঘোষ জেলার জেলায় প্রার্থীর সমর্থনে ঘুরে প্রচারেই বেশি মন দিতে চাইছেন বলে জানিয়েছেন।  তবে এও জানা যায়, প্রার্থী হলে মুকুল রায় কাচড়াপাড়াতে হবেন না, সেখান থেকে নিয়ে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা আসনে প্রার্থী হতে পারেন। 

Published on:

18/03/2021 08:46

Published By: BIPRADIP DAS (Editor) 


Share This

0 Comments: