চিত্রঃ নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ পুরকায়স্থ |
সজল দাশগুপ্তঃ সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য শব্দ নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ পুরকায়স্থ কে তলব করল ইডি। তাকে আগামী 25 শে মার্চ সিজিও কমপ্লেক্স এ দেখা করতে বলা হয়েছে। এর আগেও সিবিআই থাকে সারদাকাণ্ডে এর বিভিন্ন ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছিল। সারদাকাণ্ডে তদন্ত করতে গিয়ে বিভিন্ন তথ্য উঠে আসছে। রাজ্যের বিভিন্ন নেতাদের সারদাকাণ্ডে জড়িত থাকার খবর পাওয়া গেছে, তাই জোর কদমে তদন্ত চলছে। সম্প্রতি ইডি এর কাছে একটি সিডি এসেছে, যেখানে সুরজিৎ পুরকায়স্থ কে সারদাকাণ্ডের একটি অনুষ্ঠানে এর ভিডিও রয়েছে। আগামী 25 তারিখ সিজিও কমপ্লেক্স এ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে , তার কারণ হলো তিনি কি কারনে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন? এছাড়াও সারদাকাণ্ডে লেনদেনের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
Published on:
19/03/2021 15:41
Published By: BIPRADIP DAS (Editor)
0 Comments: