চিত্রঃ বাংলাদেশের ইসলামিক সংগঠন গুলোর বিক্ষোভ |
নিজস্ব সংবাদঃ বাংলাদেশের উগ্র ইসলামিক মৌলবাদী সংগঠনগুলি শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ২৬ ও ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী তথা বিশ্বনেতা মোদীর আসাকে কেন্দ্র করে দেশ উত্তাল করেছে। ইতিমধ্যে তারা হুঁশিয়ারি দিয়েছে। তারা এইবার মোদিকে বাংলাদেশে ঢুকতে দেবে না। বামেদের সংগঠনও নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করেছে। রাজধানী ঢাকাতে চলছে মোদীর সফরকে ঘিরে বিক্ষোভ। গত বুধবার সুনামগঞ্জের ৪০০-৫০০ হিন্দুদের ঘরছাড়া করে এবং প্রায় ১০০টি বাড়ি ও ১০ টি মন্দিরে ভাঙচুর লিপ্ত হয়েছিল ইসলামিক সংগঠন গুলো যার নেপথ্যে হাত রয়েছে "হেফাজতে ইসলাম" নামের একটি উগ্র স্বৈরাচারি ইসলামিক মৌলবাদী গোষ্ঠী। শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে সেদিন সমস্ত রকমের পরিস্থিতির সঙ্গে মোকাবিলার জন্য সারা বাংলাদেশ জুড়ে থাকবে কঠোর নিরাপত্তা।
চিত্রঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন |
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ভারতের প্রধানমন্ত্রী তথা বিশ্বনেতার আগমন প্রসঙ্গে জানান, বাংলাদেশের ইসলামিক সংগঠন গুলির বিরোধিতা নিয়ে দুশ্চিন্তা নেই আমাদের। আমরা প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ নিরাপত্তা দেব সেদিন।
Published on:
22/03/2021 08:43
0 Comments: