মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

বাবুল সুপ্রিয় মনোনয়নপত্র জমা দেন | তৃণমূলের "গো ব্যাক" স্লোগান, পাল্টা স্লোগান বিজেপির

বাবুল সুপ্রিয় মনোনয়নপত্র জমা দেন | তৃণমূলের "গো ব্যাক" স্লোগান, পাল্টা স্লোগান বিজেপির
চিত্রঃ বাবুল সুপ্রিয় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলাশাসকের দফতরে

নিজস্ব সংবাদঃ কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ এবং বর্তমানে রাজ্য বিজেপির পক্ষ থেকে টালিগঞ্জের প্রার্থী বাবুল সুপ্রিয় হাজার মোড় থেকে রোড শো করে আলিপুরে জেলাশাসকের দফতরে ভাওতাবাজি, দুর্নীতি ও তোলাবাজি নয় 'সোনার বাংলা' গড়ার শপথ নিয়ে গতকাল মনোনয়নপত্র জমা দেন। জেলাশাসকের দফতরে সামনে পৌঁছাতেই তৃণমূলের লোকেরা "গো ব্যাক" স্লোগান দিতে শুরু করে, সেই অবস্থা দেখে তৎখানিক পরিস্থিতি সামাল দেয় রাজ্য পুলিস ও কেন্দ্রীয় বাহিনী। এই টালিগঞ্জ তৃণমূলের শক্তঘাটি, এদিকে তৃণমূলের প্রার্থী অরূপ বিশ্বাস। 

২০১৪ সালে আসানসোলে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়ে বিপুল ভোটে জিতে বাবুল বাবু হন সাংসদ তারপর হন ২০১৯ সালে কেন্দ্রীয় মন্ত্রী, তাহলে এবার কি হবে? টালিগঞ্জকে কি উপহার হিসেবে দিতে পারবেন বিজেপিকে? নাকি এখানে অরুপ বিশ্বাসের কাছে ভরাডুবি! সব উত্তর পাওয়া যাবে আগামী ২ মে ফলপ্রকাশের পরে, অপেক্ষায় বাংলা মানুষ সহ রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

Published on:

23/03/2021 08:49

Published By: BIPRADIP DAS (Editor) 


Share This

0 Comments: