সোমবার, ২২ মার্চ, ২০২১

গুরু-শিষ্যের লড়াই দেখতে চলেছেন শিলিগুড়ির মানুষ: নিউজ ভারত বাংলা

গুরু-শিষ্যের লড়াই দেখতে চলেছেন শিলিগুড়ির মানুষ
চিত্রঃ বাম দিকে অশোক ভট্টাচার্য ডানদিকে শংকর ঘোষ

সজল দাশগুপ্তঃ আর কদিন বাদে বিধানসভা নির্বাচন। সব দলগুলো জোর কদমে নির্বাচনী প্রচারের কাজে নেমে পড়েছে। শিলিগুড়ি বিধানসভা আসন এ লড়াই মূলত বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের এর সাথে সংযুক্ত মোর্চার বামফ্রন্ট মনোনীত প্রার্থী অশোক ভট্টাচার্য এর। শিলিগুড়ি বিধানসভা আসনটিতে বিজেপি প্রার্থী শংকর ঘোষ এর নাম মনোনীত হওয়ার পর লড়াই জমে উঠেছে গুরু শিষ্যের মধ্যে। 

শংকর ঘোষ ও অশোক ভট্টাচার্য প্রতিদিনই শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায়  প্রচার করছেন, মানুষের সুবিধা অসুবিধার কথা শুনছেন। সোমবার দিন বিজেপি প্রার্থী শংকর ঘোষ শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজারে গিয়ে সেই বাজারের শ্রমিকদের সাথে তাদের সুবিধা-অসুবিধা এর ব্যাপারে কথা বলেন। তিনি অশোক ভট্টাচার্য কে কটাক্ষ করেছেন, এবার শিলিগুড়ি শহরের মানুষের ঠিক করা উচিত ভোট কাকে দিলে ভালো, তিনি চিঠি লেখেন না যিনি উন্নয়ন করবেন।

Published on:

22/03/2021 18:17

Published By: BIPRADIP DAS (Editor) 


Share This

0 Comments: