রবিবার, ২১ মার্চ, ২০২১

মানুষের জীবন নিয়ে খেলব না, একশো শতাংশ দেওয়ার চেষ্টা করবঃ শ্রাবন্তী চট্টোপাধ্যায়

মানুষের জীবন নিয়ে খেলব না, একশো শতাংশ দেওয়ার চেষ্টা করবঃ শ্রাবন্তী চট্টোপাধ্যায়
চিত্রঃ শ্রাবন্তী চট্টোপাধ্যায় ভোট প্রচারে 

নিজস্ব সংবাদঃ অভিনেত্রী শ্রাবন্তী সদ্য যোগ দিয়েছেন বিজেপিতে। আর বিজেপিতে যোগ দিয়েই সাথে সাথে পেলেন উপহার। বিজেপি তাকে প্রার্থী হিসেবে দাড় করালেন বেহালা পশ্চিম কেন্দ্র থেকে। এদিন বিধানসভা কেন্দ্রে যাবার সময় তিনি সাংবাদিকদের জানান, আমরা "খেলা হবে" প্রসঙ্গে বলব, আমরা কাজের উন্নয়ন করব! মানুষের জীবন নিয়ে খেলব না, দেশের জন্য কাজ করার এক বড় সুযোগ পেয়েছি। আমি একশো শতাংশ দেওয়ার চেষ্টা করব। অনেক পরিকল্পনা রয়েছে। 

Published on:
21/03/2021 21:04
Published By: BIPRADIP DAS (Editor) 

Share This

0 Comments: