বুধবার, ১৭ মার্চ, ২০২১

তৃণমূলের নির্বাচনের ইস্তাহার প্রকাশ | ওবিসি ও তপসিলিরা পরিবারে পাবে বছরে ১২ হাজার টাকা, বিস্তারিত ভিতরে

তৃণমূলের নির্বাচনের ইস্তাহার প্রকাশ | ওবিসি ও তপসিলিরা পরিবারে পাবে বছরে ১২ হাজার টাকা, বিস্তারিত ভিতরে
চিত্রঃ তৃণমূলেরএকুশের নির্বাচনের ইস্তাহার প্রকাশ

নিজস্ব সংবাদঃ তৃণমূলের একুশের বিধানসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করার কথা আগে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের সেই দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ায় পিছিয়ে গিয়েছিল ইস্তেহার প্রকাশের সেই কর্মসূচি, মমতার ইস্তেহারে যা যা থাকছেঃ

(১). পরিবার বছরে পাবে ৬ হাজার টাকার ভাতা। 

(২). ওবিসি ও তপসিলিদের পরিবারে বছরে ১২ হাজার টাকার ভাতা। 

(৩). মতুয়া দলপতিদের জন্য পেনশনের ব্যবস্থা।

(৪). ছাত্র-যুবদের ১০ লক্ষ টাকার ক্রেডিট কার্ড। মাত্র ৪ শতাংশ সুদে মিলবে এই ক্রেডিট কার্ড।

(৫). ১০ লক্ষ নতুন এমএসএমই।

(৬). পাহাড়ে জন্য তৈরি হবে বিশেষ উন্নয়ন বোর্ড।

(৭). ট্যাব দেওয়া যেভাবে হয় সেটা চলবে, মেয়েদের জন্য আরো বেশি করে স্কুল করা হবে।

(৮). বাংলা আবাস যোজনায় তৈরি হবে আরও ২৫ লক্ষ বাড়ি।

(৯). ৪ বার দুয়ারে সরকারের আয়োজন করা হবে এক বছরের মধ্যে, 

(১০). প্রত্যকের দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে।

Published on:

17/03/2021 21:28

Published By: BIPRADIP DAS (Editor) 


Share This

0 Comments: