শুক্রবার, ৫ মার্চ, ২০২১

বিরাট কোহলি কে আধুনিক ক্রিকেটে রানের মেশিন বলা হয়

বিরাট কোহলি কে আধুনিক ক্রিকেটে রানের মেশিন বলা হয়
চিত্রঃ আধুনিক ক্রিকেটে রানের মেশিন বিরাট কোহলি
সজল দাশগুপ্তঃ বিরাট কোহলি কে আধুনিক ক্রিকেটে রানের মেশিন বলা হয়। 22 গজের ক্রিকেটে একের পরে এক তিনি রেকর্ড করে চলেছেন। ভারতীয় দলের ক্যাপ্টেন বিরাট কোহলি টেস্ট-ওয়ানডে , টি-টোয়েন্টি ক্রিকেট এই তিনটি ফরমাটে ক্রিকেটে অপ্রতিরোধ্য। তিনি বর্তমানে আরেকটি মাইলস্টোন ছিলেন। সোশ্যাল নেটওয়ার্ক ইনস্টাগ্রামে বিরাট কোহলি ফলোয়ারের সংখ্যা 100 মিলিয়ন। যা কোন ক্রিকেটারের নেই। 

100 মিলিয়ন ফলোয়ারের সংখ্যা রয়েছে রোনাল্ডো, মেসি, নেইমারের। একটি বিশেষ সমীক্ষায় জানা গিয়েছে খুব দ্রুত বিরাট কোহলি সোশ্যাল নেটওয়ার্ক ইনস্টাগ্রামে 100 মিলিয়ন ফলোয়ারের সংখ্যা অতিক্রম করেছেন। এই সংখ্যা অতিক্রম করে তিনি ভারতীয় ক্রিকেট কে গর্বিত করেছেন । বিরাট কোহলি কে নিঃসন্দেহে একজন বড় ম্যাচ উইনার। যেকোনো কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে খেলে তিনি ভারতকে জয় এনে দিয়েছে।

Published on:

05/03/2021 20:22

Published By: BIPRADIP DAS (Editor/Publisher) 


Share This

0 Comments: