সোমবার, ২২ মার্চ, ২০২১

তাসলিমা নাসরিন প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধের জন্য

তাসলিমা নাসরিন প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধের জন্য
চিত্রঃ তাসলিমা নাসরিন এবং ভারতের প্রধানমন্ত্রী

সজল দাশগুপ্তঃ হিন্দু সংখ্যালঘুদের উপর বাংলাদেশের প্রচুর অত্যাচার করা হয়েছিল। সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে যাচ্ছেন। তাসলিমা নাসরিন টুইট করে ভারতীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধের জন্য যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। এ ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার আর্জি জানিয়েছেন তিনি। 26 শে মার্চ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুদিনের জন্য বাংলাদেশ সফরে যাবেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিভিন্ন বিষয়ে বৈঠক হবে ভারতীয় প্রধানমন্ত্রী। তিস্তা চুক্তি, সীমান্ত সন্ত্রাস সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তসলিমা নাসরিন জানিয়েছেন ভারত বাংলাদেশকে বিভিন্নভাবে সাহায্য করে সব সময়। বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের দেখে রাখার দায়িত্ব বাংলাদেশ সরকারের কর্তব্যের মধ্যে পড়ে। তিনি ভারতীয় প্রধানমন্ত্রী কে অনুরোধ করেছেন এ ব্যাপারে জানো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন।

Published on:

22/03/2021 11:05

Published By: Bipradip Das (Editor) 


Share This

0 Comments: