চিত্রঃ শিলিগুড়ির এই গ্রামে বিদ্যুৎ পরিষেবা নেই |
সজল দাশগুপ্তঃ দেশ স্বাধীন হয়েছে সাত দশক হয়ে গেছে, কিন্তু তারপরও বিদ্যুৎ পরিষেবা চালু হয়নি শিলিগুড়ি সংলগ্ন আপার বাগডোগরা অঞ্চল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত আপনাগাও গ্রামে। যদিও মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস এর দ্বারা কিছু সময় বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয় এই গ্রামে। গ্রামের বাসিন্দারা বারবার করে আবেদন জানালেও বিদ্যুৎ পরিষেবা চালু হয়নি। এর কারণে গ্রামে স্থানীয় মানুষদের চরম অসুবিধার মধ্যে পড়তে হয়। গ্রামের পাশেই রয়েছে চা বাগান এবং বনাঞ্চল।
বনাঞ্চলের মধ্যে সারাদিনই হিংস্র পশু ঘুরে বেড়ায়। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে গ্রামের মানুষদের চলাচল করতে হয়। বেশি কিছু বলার উপায় নেই তাহলে বাগান মালিক তাদের বাগান থেকে তাড়িয়ে দেবে। চুপচাপ থাকতে হয় গ্রামবাসীদের। গ্রামটি বেশি বড় নয়, 100 জন বাসিন্দা বসবাস করেন এই গ্রামে। প্রায় সকলেই বাগানে কাজ করে। এই গ্রামের থেকে মাত্র 4 কিলোমিটার দূরে রয়েছে বাগডোগরা শহর, এবং শিলিগুড়ি এর এশিয়ান হাইওয়ে। কিন্তু তা সত্ত্বেও বিদ্যুৎ পরিষেবা থেকে ব্যাহত এই গ্রাম। শুধু বিদ্যুৎ নয় বিভিন্ন সমস্যা রয়েছে এই গ্রামে। অনেক অসুবিধার মধ্যে দিন কাটাতে হচ্ছে এই গ্রামের গ্রামবাসীদের।
Published on:
23/03/2021 21:22
Published By: BIPRADIP DAS (Editor)
0 Comments: