শুক্রবার, ৫ মার্চ, ২০২১

বাম, কংগ্রেস এবং আইএসএফ জোটের বামেদের প্রার্থীতালিকা প্রকাশ - নিউজ ভারত বাংলা

বাম, কংগ্রেস এবং আইএসএফ জোটের বামেদের প্রার্থীতালিকা প্রকাশ - নিউজ ভারত বাংলা
চিত্রঃ জোটের বামেদের প্রার্থীতালিকা প্রকাশ | বামফ্রন্ট চেয়ারম্যান

সজল দাশগুপ্তঃ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু রাজ্যে বিধানসভা নির্বাচনের আংশিক প্রার্থীতালিকা ঘোষণা করলেন, বাম, কংগ্রেস এবং আইএসএফ জোট কোন আসনে কারা প্রার্থী দেবেন তা আজ সাংবাদিক বৈঠকের মাধ্যমে ঘোষণা করলেন। প্রথম ও দ্বিতীয় দফার মোট ৬০টি কেন্দ্রের মধ্যে বাামেরা যে প্রার্থী দিচ্ছেন তার তালিকা আজ প্রকাশ করেন, বামফ্রন্ট চেয়ারম্যান এও বলেন কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকির আইএসএফ দল তাদের নিজস্ব প্রার্থী তালিকা ঘোষণা করবেন তারা।  

বামেদের প্রথম দফার প্রার্থীতালিকাঃ-  

কাঁথি উত্তর: সুতনু মাইতি (সিপিএম)

ভগবানপুর: কংগ্রেস

খেজুরি: হিংমাংশু দাস (সিপিএম)

কাঁথি দক্ষিণ: অনুরূপ পণ্ডা (সিপিআই)

রামনগর: সব্যসাচী জানা (সিপিএম)

দাঁতন: শিশির পাত্র (সিপিআই)

নয়াগ্রাম: হরিপদ সোরেন (সিপিএম)

গোপীবল্লভপুর: প্রশান্ত দাস (সিপিএম)

ঝাড়গ্রাম: মধুজা সেনরায় (সিপিএম)

কেশিয়ারি: পুলিন বিহারী বাস্কে (সিপিএম)

খড়্গপুর: শেখ সাদ্দাম আলি (সিপিএম)

গড়বেতা: তপন ঘোষ (সিপিএম)

শালবনি: সুশান্ত ঘোষ (সিপিএম)

মেদিনীপুর: তরুণ কুমার ঘোষ (সিপিআই)

বিনপুর: দিবাকর হাঁসদা (সিপিএম)

বান্দোয়ান: সুশান্ত বেশরা (সিপিএম)

বলরামপুর: কংগ্রেস

বাঘমুন্ডি: কংগ্রেস

জয়পুর: ধীরেন মাহাতো (ফব)

পুরুলিয়া: কংগ্রেস

মানবাজার: যামিনীকান্ত মণ্ডি (সিপিএম)

পারা: স্বপন বাউড়ি (সিপিএম)

রঘুনাথপুর: আইএসএফ

শালতোড়া: আইএসএফ

ছাতনা: ফাল্গুনী মুখোপাধ্যায় (আরএসপি)

রানিবাঁধ: দেবলীনা হেমব্রম (সিপিএম)

রাইপুর: আইএসএফ

দ্বিতীয় দফা বামেদের প্রার্থীতালিকাঃ- 

গোসাবা: অনিলচন্দ্র মণ্ডল (আরএসপি)

পাথরপ্রতিমা: কংগ্রেস

কাকদ্বীপ: কংগ্রেস

সাগর: শেখ মুকুলেশ্বর রহমান (সিপিএম)

তমলুক: গৌতম পণ্ডা (সিপিআই)

পাঁশকুড়া পূর্ব: শেখ ইব্রাহিম আলি (সিপিএম)

পাঁশকুড়া পশ্চিম: চিত্ত দাসঠাকুর (সিপিআই)

ময়না: কংগ্রেস

নন্দকুমার: করুণা শংকর ভৌমিক (সিপিএম)

মহিষাদল: আইএসএফ

হলদিয়া: মণিকা কর ভৌমিক (সিপিএম)

চণ্ডীপুর: আশিস গুছাইত (সিপিএম)

খড়গপুর সদর: কংগ্রেস

নারায়ণগড়: তাপস সিনহা (সিপিএম)

সবং: কংগ্রেস

ডেবরা: প্রাণকৃষ্ণ মণ্ডল (সিপিএম)

ঘাটাল: কমল দোলুই (সিপিএম)

চন্দ্রকোণা: আইএসএফ

কেশপুর: রামেশ্বর দোলুই (সিপিএম)

তালড্যাংড়া: মনোরঞ্জন পাত্র (সিপিএম)

বাঁকুড়া: কংগ্রেস

বড়জোড়া: সুজিত চক্রবর্তী (সিপিএম)

ওন্দা: তারাপদ চক্রবর্তী (ফব)

বিষ্ণুপুর: কংগ্রেস

কোতুলপুর: কংগ্রেস

ইন্দাস: নয়ন শীল (সিপিএম)

সোনামুখী: অজিত রায় (সিপিএম)

Published on:
05/03/2021 21:38 
Published By: OISHE DAS (Publisher) 

Share This

0 Comments: