মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

সীমান্ত দিয়ে গরু পাচার করতে গিয়ে মৃত্যু হয় এক বাংলাদেশীর, পাচারকারী প্রথমে কাঠারি নিয়ে তেড়ে আসেন

সীমান্ত দিয়ে গরু পাচার করতে গিয়ে মৃত্যু হয় এক বাংলাদেশীর, পাচারকারী প্রথমে কাঠারি নিয়ে তেড়ে আসেন
চিত্রঃ ভারতীয় সেনা পাচারকারীর কাছ থেকে উদ্ধার করা গরু  

নিজস্ব সংবাদঃ ত্রিপুরা রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচার করতে গিয়ে এক বাংলাদেশীর মৃত্যু ঘটে। জানা যায় ১০-১২ জন গরু পাচারকারী ভারত থেকে বাংলাদেশের দিকে যাচ্ছে আবার বাংলাদেশ থেকে ১০-১২ জন গরুপাচারকারী ভারতের দিকে আসছে। এমনই সময় সেই দৃশ্য ভারতীয় সেনা দেখতে পেয়ে ধরার জন্য ছুটে যান তারা কিন্তু বাংলাদেশ থেকে আসা পাচারকারীরা কাঠারি নিয়ে তেড়ে আসে, ম্যাশেট নিয়ে আসেন তেড়ে এবং পাথর ছুড়তে শুরু করে তাই নিজের আত্মঃরক্ষার স্বার্থে এক ভারতীয় সেনা নন-লিথ্যাল পাম্প অ্যাকশন গান থেকে ২ রাউন্ড গুলি চালান আর তাতেই মৃত্যু হয় এক বাংলাদেশীর এবং বাকিরা সবাই তা দেখে পালিয়ে যায়। তারপর দেহ তুলে দেওয়ার জন্য বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বিজিবির সাথে যোগাযোগ করলেও দেহ নিতে অস্বীকার করেন, অবশেষে সেই  বাংলাদেশীর বাবার হাতে তুলে দেওয়া হয় দেহ। যা দেখে তিনি কান্নায় লুটিয়ে পড়েন। এদিকে অতীতেও এমন ঘটনা ঘটেছে কিন্তু দেহ বিজিবি নিতে অস্বীকার করে।     

Published on:

23/03/2021 12:31

Published By: BIPRADIP DAS (Editor) 


Share This

0 Comments: