চিত্রঃ হিন্দুদের উপর হামলার ফাইল চিত্র , বাংলাদেশ |
নিজস্ব সংবাদঃ বাংলাদেশে হিন্দু অত্যাচার আবার যেন মাথা নাড়া দিয়ে উঠলো, যদিও শেখ হাসিনা সরকারে আছে বলে এখনও হিন্দুরা কোনো মতেও শ্বাস নিচ্ছে, তবে একথাও ঠিক ১৯৭১ সাল ফিরতে কত সময়? এমন এক প্রমান মিললো বাংলাদেশের সুনামগঞ্জ হিন্দু অধ্যুষিত নোয়াগাঁও এলাকাতে, উপস্থিত ছিলো কয়েক হাজার মুসলিম দুষ্কৃতি।
বিবিসির দেওয়া প্রতিবেদন অনুযায়ী, মুসলিম হামলাকারীরা ওই গ্রামের প্রায় ৮৮টি হিন্দু বাড়িঘর এবং ৭-৮টি হিন্দু পারিবারিক নিজস্ব বাড়িতে থাকা মন্দির ভাঙচুর করে এবং সব লুটপাট করে নিয়ে চলে যায়। হেফাজতে ইসমাল গোষ্ঠী এই হামলার অভিযোগ অস্বীকার করে তারা বলেছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর আমাদের হামলা করার কোনো পরিকল্পনা ছিল না, এটি একটি অনাকাঙ্খিত ঘটনা।
সুনামগঞ্জ জেলা প্রশাসক জানান, সোমবার দিন দিরাই নামে উপজেলাতে একটি মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সমাবেশে বক্তব্য পেশ করেছিলেন হেফাজতে ইসলাম গোষ্ঠীর আমির জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হুক। সেসময় নোয়াগাঁও গ্রামের একজন হিন্দু সেই মামুনুল হককে নিয়ে ফেসবুকে একটি পোষ্ট দেন। এরপর পুলিশ তাকে গেপ্তার করে এই অপরাধে কিন্তু তার পরদিন আবার সেই গ্রামে হামলা করে কয়েক হাজার মুসলিম দুষ্কৃতি, আপাতত ওখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, গ্রামে হামলা চলাকালীন সবাই এলাকা ছেড়ে চলে যান ভয়ে। স্থানীয়দের মতে মুসলিম দুষ্কৃতিরা হামলা করেছে প্রায় ৪০০ থেকে ৫০০ হিন্দু বাড়িতে।
Published on:
18/03/2021 20:44
Published By: BIPRADIP DAS (Editor)
0 Comments: